This Article is From Jan 27, 2019

চার সন্তান-সহ মায়ের দেহ উদ্ধার কুয়ো থেকে

রৌড়কেল্লার এসপি উমাশঙ্কর দাশ বলেন, ‘‘পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে এটা খুনের ঘটনা, কোনও তুকতাক বা যাদুবিদ্যার সঙ্গে ঘটনাটির যোগ থাকলেও থাকতে পারে। 

চার সন্তান-সহ মায়ের দেহ উদ্ধার কুয়ো থেকে

পুলিশের সন্দেহ ওই পাঁচজনকে অন্য কোথাও মেরে পরে দেহগুলি কুয়োয় এনে ফেলে রাখা হয়েছে। 

ভুবনেশ্বর:

ওড়িশার উপজাতি প্রধান সুন্দেরগড় জেলায় এক মহিলা-সহ চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতা মহিলার বাড়ির কাছেই একটি কুয়ো থেকে তাদের দেহগুলি উদ্ধার করা হয়। জায়গাটি কয়রা পুলিশ স্টেশনের অন্তর্গত ইন্দুপুর এলাকায় অবস্থিত। 

মৃতা মহিলার নাম মাঙ্গিরি মুণ্ডা, বয়স ২৪। তার স্বামী সুদাম মুণ্ডা পেশায় গাড়িচালক।

আরও পড়ুনঃ একশো এগারো ফুট উচ্চতায় উড়ছে জাতীয় পতাকা, দেখেছেন কি?

পুলিশ জানিয়েছে, কর্মসূত্রে মহিলার স্বামী তখন বাইরে ছিলেন, সেই সময়েই মহিলা ও তার সন্তানদের সঙ্গে ওই দুর্ঘটনা ঘটে যায়। 

পরে গ্রামবাসীরা রক্তের ছাপ দেখতে পেয়ে অনুসন্ধান করে ঘটনাটি জানতে পারেন। তারাই কুয়োর মধ্যে দেহগুলি প্রথমে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ পৌঁছয়। 

রৌড়কেল্লার এসপি উমাশঙ্কর দাশ বলেন, ‘‘পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে এটা খুনের ঘটনা, কোনও তুকতাক বা যাদুবিদ্যার সঙ্গে ঘটনাটির যোগ থাকলেও থাকতে পারে। 

পুলিশের সন্দেহ ওই পাঁচজনকে অন্য কোথাও মেরে পরে দেহগুলি কুয়োয় এনে ফেলে রাখা হয়েছে। 

আপাতত তদন্তের প্রযোজনে ফরেন্সিক বিভাগের সাহায্য নিচ্ছে পুলিশ।

.