লাভা উদগিরণে কোনও সমস্যা হয়নি এলাকাবাসীর
রোম, ইতালি: অনেকদিন পর ঘুম ভাঙল দক্ষিণ ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরির। আজ সকাল পর্যন্ত দুই দিক থেকে বেরিয়ে এসেছে তরল লাভার স্রোত। লেলিহান শিখা ছুঁয়েছে আকাশ। চারিদিক ঢেকেছে ধোঁয়ায়। আগ্নেয়গিরির ক্রমাগত লাভা উদগিরণ কাঁপন ধরিয়েছে অনেক সাহসী আগ্নেয়গিরি অভিযাত্রিকের বুকেও।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিকস অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই লাভা উদগীরণ। দেখতে দেখতে আগুনের শিখা স্পর্শ করে আকাশ। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আস্তে আস্তে পরিমাণ কমলেও আজও আগুন জ্বলতে দেখা গেছে আগ্নেয়গিরির বুকে।
নিউ সাউথইস্ট ক্র্যাটারের মাউন্ট এটনা আগ্নেয়গিরি থেকে উত্তর-পূর্ব ও দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে দু-টি তরল লাভার স্রোত নেমে আসে।
এর আগে সিসিলি দ্বীপে আগ্নেয়গিরি দেখা গেছিল গত ডিসেম্বরে।
প্রচুর লাভা উগরোলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। আশপাশের বাসিন্দারা নিরাপদেই আছেন। ক্যাটানিয়ার বিমানবন্দর থেকে বিমান চলাচল করেছে স্বাভাবিক নিয়মেই।