এই বছর গণেশ চতুর্থী উদযাপিত হবে 13 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর অব্দি
নিউ দিল্লি: এই বছর গণেশ চতুর্থী উদযাপিত হবে 13 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর অব্দি। প্রতিবছরের মতো এইবারেও সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় গণেশ পুজোর আয়োজন চলছে। ইতিমধ্যেই প্যান্ডেল তৈরিও শুরু হয়ে গিয়েছে। 10 দিনের জন্য গণপতির পুজো করবেন তাঁর ভক্তরা। প্রস্তুতি নিতে বাকি রাখেনি ইঁদুরও। গণেশের পুজোয় তাঁর বাহনের কোনও ভূমিকা থাকবে না তাই হয় নাকি? তাই জোর কদমে স্নান শুরু করেছে সেও। বিশ্বাস হচ্ছে না? সম্প্রতি একটি ভিডিও প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে একটি ইঁদুর স্নান করছে। গণেশ পুজর আগে এমন মজার ভিডিও স্বাভাবিকভাবেই ব্যাপক জনপ্রিয় হয়েছে।
প্রায় 20 সেকেন্ডের এই মজার ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি ইঁদুর সাবান ঘষে ঘষে স্নান করছে। মাটিতে দু’পায়ে দাঁড়িয়ে নিজের শরীর পরিষ্কার করছে ইঁদুরটি। ভিডিওটি দেখে সবাই বিস্মিত। ফেসবুক হোয়াটস অ্যাপে ব্যাপক ভাবে শেয়ারও হয়েছে এই ভিডিওটি। লাখো মানুষ দেখে মজাও উপভোগ করেছেন।
ভিডিও দেখুন:
গণপতির বিসর্জনের গুরুত্ব কী?
গণপতিকে ভাগ্য, সাফল্য এবং সমৃদ্ধির দেবতা বলে মনে করা হয়। যাতে গণেশের অনুগ্রহ সর্বদা তাঁদের উপরে থাকে তাই ভক্তরা নিজদের বাড়িতে গণেশকে নিয়ে আসেন। পুরাণের বিশ্বাস অনুযায়ী কৈলাশ ছেড়ে ভক্তদের আশীর্বাদ দিতে মর্ত্যে নামেন গণেশ। 10 দিন ধরে চলে পুজো, নিয়ম মেনে প্রাণ প্রতিষ্ঠা করা হয় গণেশের। ঠিক একইভাবে গণেশকে বিসর্জনও দেওয়া হয় নিয়ম মেনে।
Click for more
trending news