हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 28, 2020

"বাচ্চাদের আক্রমণ করলে ছাড় পাবে না কেউ", অনেকটা এরকমই ভঙ্গীতে দেখুন ভোঁদড়ের লড়াই

Viral Video: ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখে সকলেই বলেছেন, সাহস আছে বটে ভোঁদড়গুলোর

Advertisement
অফবিট Edited by

Viral Video: নিজের বাচ্চাদের বাঁচাতে রীতিমতো কঠিন লড়াই লড়ল এই প্রাণীটি

Highlights

  • মধ্যপ্রদেশের অভয়ারণ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
  • ভোঁদড়রা লড়াই করছে কুকুরদের সঙ্গে, দেখা গেল এই বিরল দৃশ্য
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে সবাই একমত, "সাহস আছে বটে ভোঁদড়গুলোর"

এমনিতে কুকুরদের বেশ সমঝেই চলে ভোঁদড়, কিন্তু যখন বাচ্চাদের জীবন সঙ্কটের মুখে পড়ে তখন অন্য যে কোনও প্রাণীর মতোই অকুতোভয় হয়ে পড়ে তারাও। সম্প্রতি মধ্যপ্রদেশে (Madhya Pradesh)  এরকমই একটি ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হল সোশ্যাল দুনিয়ায়। ওই রাজ্যের গান্ধি সাগর অভয়ারণ্যে তোলা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভোঁদড়দের বাচ্চাদের ঘিরে ধরে আক্রমণ করেছে কয়েকটি কুকুরের বাচ্চা। আর তাই দেখে, নদী থেকে উঠে এসে কুকুরের মুখোমুখি হয়ে রীতিমতো লড়তে (Otters Fight Dogs) দেখা গেল ভোঁদড় বাচ্চাগুলোর গোটা পরিবারকে। এই ঘটনার ভিডিও সোমবার টুইটারে শেয়ার করেন ভারতীয় বনবিভাগের আধিকারিক রবীন্দ্র মণি ত্রিপাঠি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখে সকলেই বলেছেন, সাহস আছে বটে ভোঁদড়গুলোর। কুকুরের সঙ্গে ভোঁদড়ের বিপজ্জনক লড়াইয়ের এই দৃশ্য "মানুষের কাছে বিরল" বলেও বর্ণনা করেন ওই আধিকারিক।

বাইকে করে ফার্ম হাউজে ধোনিকে ঘুরতে দেখে ছাদে চেপে গেল কুকুর! দেখুন ভাইরাল ভিডিও

তিনি ভিডিওটি শেয়ার করে এর নাম দেন, 'দুরন্ত দর্শনীয় লড়াই'। ওই ভিডিওতে দেখা যায় যে কয়েকটি কুকুর নদীর পাড়ের কাছাকাছি থাকা কয়েকটি ভোঁদড়ের বাচ্চাকে আক্রমণ করে। আর তা দেখেই সব ভয়-ডর ভুলে নদী থেকে তেড়ে আসে অন্য দুই ভোঁদড়। কুকুরদের তাড়া করে ওই এলাকা ছাড়া করে তারা।

Advertisement

দেখুন Video:

Advertisement

ভারতীয় বনবিভাগের আরেক আধিকারিক সুশান্ত নন্দও এই ঘটনার অন্য আরেকটি ভিডিও টুইটারে শেয়ার করেন, এই ভিডিওতেও দেখা যায় কীভাবে কুকুরের সঙ্গে লড়াই করছে ভোঁদড়রা।

বাঁদরের মতো এক লাফে গাছে চড়ে বসল চিতাবাঘ! তারপর....দেখুন রোমাঞ্চকর সেই মুহূর্ত

Advertisement

ওই দুই ভিডিও এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। মানুষ টুইটারে নানা প্রতিক্রিয়াও জানিয়েছে ...

Advertisement