हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 20, 2020

আত্মনির্ভর ভারত! জোগার করে দোলনা বানিয়ে দুললো দুই শিশু, ভাইরাল ভিডিও

এই ভিডিও এখনও পর্যন্ত প্রায় দশ হাজার ভিউজ পেয়েছে। ২০০'র বেশী লাইকস আর ৫০-এর বেশী রিটুইট হয়েছে সেই ভিডিও

Advertisement
অফবিট Edited by

জোগার করে ঝুলন বানিয়েছে এক শিশু। সেই ভিডিও বেশ ভাইরাল।

ভোপাল:

আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat) গঠনের উদ্যোগ নিয়েছে মোদি ২.০ সরকার। সেই উদ্যোগ বাস্তবায়িত করতে একাধিক ঘোষণা করেছে অর্থমন্ত্রী। এবার আত্মনির্ভরতার অনন্য নজির রাখল মধ্যপ্রদেশের কয়েকজন খুদে (MP Atmanirbhar Child)। একটা ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, কাঠ, কাঠের তক্তা আর কাপড় দিয়ে জুড়ে-বেঁধে দোলনা তৈরি করেছে সেই খুদেরা। আর তার মধ্যে বসেই দোল খাচ্ছে।  যাকে আমরা ঢেউ কুচকুচ দোলনা বলতাম। সেটাই আইএএস শের সিং মীনা শেয়ার করেছেন। তিনি লেখেন, বাচ্চারা নিজেরা জোগার করে এই দোলনা বানিয়েছে আর দুলছে। নেটিজেনরাও সেই শিশুদের  বুদ্ধির প্রশংসা করেছেন। সেই আইএএস আরও লিখেছেন, "আমার গ্রামের দুই আত্মনির্ভর বাচ্চা জোগার করে দোলনা বানিয়ে দুলছে। এখনকার বাচ্চার ভিডিও গেম খেলে সময় কাটায়।"

দেখুন সেই ভিডিও:

 এই ভিডিও এখনও পর্যন্ত প্রায় দশ হাজার ভিউজ পেয়েছে। ২০০'র বেশী লাইকস আর ৫০-এর বেশী রিটুইট হয়েছে সেই ভিডিও। 

Advertisement
Advertisement