বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার পর থেকেই ধোনির অবসর নিয়ে গুঞ্জন ছড়াতে শুরু করে।
প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ক্রিকেট থেকে দূরে রয়েছেন দু'মাস হয়ে গেল। বিশ্বকাপের (World Cup 2019) পর তিনি ক্রিকেট থেকে সাময়িক সন্ন্যাস নেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বেশ কিছুদিন কাটান। বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার পর থেকেই ধোনির অবসর নিয়ে গুঞ্জন ছড়াতে শুরু করে। যদিও সম্প্রতি প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার ধোনির সিদ্ধান্ত ভাল লাগেনি প্রাক্তন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। তাঁর মতে নির্বাচকদের ধোনির সঙ্গে কথা বলা উচিত ভারতীয় ক্রিকেট দলে তাঁর ভবিষ্যৎ সম্পর্কে।
তিনি বলেন, ‘‘আমি সব সময় এই একটা বিষয় মেনে এসেছি। অবসর একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মতে নির্বাচকদের ওঁর (এমএস ধোনি) সঙ্গে কথা বলা উচিত। ওঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা উচিত। শেষ পর্যন্ত আমার মতে, ভারতের হয়ে খেলা, আপনি সিরিজ বেছে বেছে খেলতে পারেন না।''
‘আমি কি এখানে শুধু তবলা বাজাতে রয়েছি?' কেন এই প্রশ্ন করলেন Ravi Shastri
বিশ্বকাপে ধোনিকে তাঁর স্ট্রাইক রেটের জন্য সমালোচিত হতে হচ্ছিল। তিনি বিশ্বকাপে ২৭৩ রান করেন ৮৭.৭৮ স্ট্রাইক রেট রেখে।
টিম ম্যানেজমেন্ট ঋষভ পন্থকে ধোনির বদলি হিসেবে খেলানোর কথা ভাবলেও এখনও পর্যন্ত ঋষভ সুযোগ কাজে লাগাতে পারেননি। ঘরের মাঠে সদ্যসমাপ্ত টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু' ম্যাচে মাত্র ২৩ রান করেন ঋষভ।
সাংবাদিকের প্রশ্নের জবাবে কী উত্তর দিলেন মিসবা, যাতে হেসে ফেললেন সবাই
তাঁর সম্পর্কে গৌতম জানাচ্ছেন, ‘‘একজন নতুন খেলোয়াড়ের দিকে বড় বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। ওর বয়স মাত্র ২১। গত আড়াই বছর ধরে খেলছে। টেস্টে দু'টি শতরানও পেয়েছে। আমাদের ওর সঙ্গে অন্য কারও তুলনা করা উচিত নয়। টিম ম্যানেজমেন্টের উচিত ওকে ঠিক ভাবে উৎসাহ দেওয়া। ও এখনও তরুণ এবং ওর সামনে লম্বা ভবিষ্যৎ পড়ে রয়েছে।''
তিনি আরও বলেন, ‘‘টিম ম্যানেজমেন্টের উচিত ঋষভের সঙ্গে কথা বলা। কেবল কোহলিই নয়, রবি শাস্ত্রীরও কথা বলা উচিত ওর সঙ্গে। পন্থকে স্বাধীনতা দেওয়া উচিত। ওকে আটকে রাখলে ও ওর স্বাভাবিক খেলা খেলতে পারবে না। আপনাকে মেনে নিতে হবে পন্থ সব সময় শট বাছাই ঠিক করে করতে পারবে না। ওর নিজের দিনে ও আপনাকে খেলাটায় জিতিয়ে দেবে।''