মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ এখন ৭৫ বিলিয়ন ডলার
হাইলাইটস
- বিশ্বের ধনকুবেরদের তালিকায় এক লাফে ৫ নম্বরে উঠে এলেন মুকেশ আম্বানি
- জুনেই প্রথম তিনি ওই তালিকায় জায়গা করে নিয়েছিলেন, তারপরেই এই বিরাট লাফ
- বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার
নয়া দিল্লি: করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ার ফলে গোটা বিশ্বের লক্ষ্মীর ভাঁড়ারে যখন টান পড়েছে তখন যেন সম্পদ উপচে পড়ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) ঘরে। দুনিয়ার সবচেয়ে ধনবান ব্যক্তিদের তালিকায় এবার পঞ্চম স্থানে উঠে এলেন ওই ভারতীয় ব্যবসায়ী। বিজনেস ম্যাগাজিন ফোর্বসের (Business Magazine Forbes) কোটিপতিদের তালিকা (Forbes Billionaire List) অনুসারে মার্কিন শিল্পপতি ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে ওই স্থান অর্জন করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। ফোর্বস জানিয়েছে, কোটিপতি মুকেশ আম্বানির (Billionaire Mukesh Ambani) মোট সম্পদের পরিমাণ এখন ৭৫ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫.৬১ লক্ষ কোটি টাকা। গত মাসে, আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ফেসবুক এবং গুগল সহ বড় বিনিয়োগকারীদের কাছে জিও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রায় ৩৩ শতাংশ শেয়ার বিক্রি করে সংস্থার কাঁধে থাকা সমস্ত ঋণ শোধ করে দেয়। মুকেশ আম্বানির ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যেও মূল ভূমিকা নিয়েছে এই জিও প্ল্যাটফর্ম-ই। এই সংস্থায় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে।
অসামরিক বিমান, প্রতিরক্ষা, মহাকাশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিয়ো প্ল্যাটফর্মের দেড় লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি এখনও পর্যন্ত মোট ১৪ টি চুক্তির কথা ঘোষণা করেছে। জিও প্ল্যাটফর্মে সাম্প্রতিকতম বিনিয়োগটি গুগলের, তারা ৭.৭ শতাংশ শেয়ার কেনার জন্য ৩৩,৭৩৭ কোটি টাকা ব্যয় করেছে।
নয়া রাম মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট, আগের মন্দিরটির থেকে ২০ ফুট বেশি
তাছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিওতে বিনিয়োগের মাধ্যমে ২.১২ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে। চলতি মাসের শুরুর দিকে মুকেশ আম্বানি সংস্থার একটি বৈঠকে শেয়ারহোল্ডারদের উদ্দেশে এই তথ্য দিয়েছেন। বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম উঠেছিল ২,০১০ টাকা। পাশাপাশি বাজারে এই সংস্থার মূলধন বেড়েছে ১২.৭০ লক্ষ কোটি টাকা এবং এটি এখন ভারতের সবচেয়ে সমৃদ্ধশালী সংস্থায় পরিণত হয়েছে।
গত কয়েক মাসে বিপুল বিনিয়োগ এসেছে মুকেশের সংস্থায়। সব মিলিয়ে গত আড়াই-তিন মাসে জিয়োতে ১ লক্ষ ১৭ হাজার কোটিরও বেশি বিনিয়োগ করেছে বিশ্বের বিগ জায়ান্টরা। জানিয়ে রাখি, গত মাসেই এশিয়ার প্রথম শিল্পপতি হিসেবে বিশ্বের ১০ জন ধনীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন মুকেশ আম্বানি। আর তারপর মাত্র এক মাসের মধ্যেই সেখান থেকে তালিকায় ৫ নম্বরে উঠে এলেন তিনি।
এদিকে, ফোর্বসের মতে, জেফ বেজোস হলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, তাঁর ১৮৫.৮ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। তালিকায় পঞ্চম স্থানে থাকা মুকেশ আম্বানির ঠিক আগেই রয়েছেন মার্ক জুকারবার্গ, তার আগে রয়েছেন বার্নার্ড আরনল্ট এবং বিল গেটস।