This Article is From Feb 04, 2019

সিবিআই স্বাধীন সংস্থা, ওদের নিজেদের কাজ করতে দিন, মমতাকে তোপ মুকুলের

চিটফান্ড কেলেঙ্কারীর তদন্তের সময় মুকুল রায়কেও একাধিকবার ডেকেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই স্বাধীন সংস্থা, ওদের নিজেদের কাজ করতে দিন, মমতাকে তোপ মুকুলের
নিউ দিল্লি:

প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা মুকুর রায় সিবিআইকে তাদের কাজ করতে দেওয়ার আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রসঙ্গত, চিটফান্ড কেলেঙ্কারীর তদন্তের সময় মুকুল রায়কেও একাধিকবার ডেকেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও, যে চিটফান্ড কেলেঙ্কারীর জন্য রাজ্যের লক্ষ-লক্ষ মানুষ সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন, তার সঙ্গে যে তিনি জড়িত নন, সেই কথাও সোমবার মনে করিয়ে দেন মুকুল। তিনি বলেন, মনে রাখবেন আমার নামে কলঙ্ক লাগানোর চেষ্টা করে লাভ নেই। সিবিআই কিন্তু আমার বিরুদ্ধে তদন্ত করে কোনও প্রমাণ পায়নি। প্রায় ৪,০০০ কোটি টাকার সারদা কেলেঙ্কারীর তদন্তের জন্য সিবিআই একাধিকবার তলব করেছিল কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে। বেশ কয়েকবার তলব করার পরেও হাজিরা দেননি তিনি। রবিবার সন্ধেবেলা আচমকা তাঁর লাউডন স্ট্রিটের বাসভবনে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

ধরনা, বিক্ষোভের মাঝেই পুলিশকে সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী

মুকুল বলে, সিবিআই একটি স্বাধীন সংস্থা। ওদের নিজেদের কাজ করতে দিন।

ঘটনার প্রতিবাদে গতকালই রাত সাড়ে আটটা থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই ধর্না আসলে সত্যাগ্রহ। এখান থেকে ক্যাবিনেট মিটিং চালাব। কিন্তু, বিজেপি তথা কেন্দ্রের এই অনৈতিকতার বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.