Read in English
This Article is From Jun 03, 2020

সুপার সাইক্লোন নিসর্গের ধাক্কা সামলাতে পারবে মুম্বই? সকলকে ঘরবন্দি থাকার অনুরোধ

Cyclone Nisarga: এমনিতেই দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রেই রয়েছে, তার মধ্যে আবার এই ঘূর্ণিঝড়ের আতঙ্ক

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Highlights

  • ভয়ঙ্কর গতিতে মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় "নিসর্গ"
  • মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের সব মানুষকে আপাতত ঘরে থাকার অনুরোধ করেছেন
  • তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে
মুম্বই/ নয়া দিল্লি:

গত এক শতাব্দীর মধ্যেও এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় (Cyclone Nisarga) হানা দেয়নি মহারাষ্ট্রে, ঠিক যেমন প্রবল শক্তি নিয়ে মুম্বইয়ের (Mumbai) উপকূলে আছড়ে পড়তে চলেছে "নিসর্গ"। দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল তীব্র এই ঘূর্ণিঝড়টি মহারাষ্ট্র (Maharashtra) ও গুজরাটকে লক্ষ্য করেই মূলত ধেয়ে আসছে। বুধবার দুপুর বা বিকেলের মধ্যেই সেটি আছড়ে পড়বে মুম্বইয়ের কাছে আলিবাগের উপকূলবর্তী এলাকায়।এমনিতেই আরব সাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি খুব কম তৈরি হয়। সেখানে বঙ্গোপসাগরে বছরে গড়ে ৫-৬টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। অন্য দিকে আরব সাগরে একটি বা দু'টি ঘূর্ণিঝড় তৈরি হলেও তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। কিন্তু এবার সেই সম্ভাবনাকেই সত্যি করে ইতিমধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে "নিসর্গ"। একে করোনা ভাইরাসের আক্রমণে নাজেহাল মহারাষ্ট্র। শুধুমাত্র মুম্বইয়েই এখনও পর্যন্ত ৪১,০০০ এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ওই মারণ রোগে। তার উপর আবার আসন্ন ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে দেশের বাণিজ্যনগরী।

বৃহন্মুম্বই পুর কর্পোরেশন (BMC) মুম্বইয়ের নাগরিকদের এই ঘূর্ণিঝড়র সতর্কতায় কী করা উচিত আর কী নয় সেবিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে:

কী কী করবেন

  • ঘরের যেসমস্ত জিনিস ঝড়ে উড়ে যেতে পারে সেগুলোকে ভাল করে আটকে রাখা বা অন্য জায়গায় সরিয়ে ফেলা উচিত
  • গুরুত্বপূর্ণ নথিপত্র ও গয়না একটি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে ফেলুন
  • ব্যাটারি চালিত যেকোনও জিনিস, মোবাইল থেকে অন্যান্য গ্যাজেট, সবই চার্জ দিয়ে রাখুন
  • টিভি এবং রেডিও মারফৎ ঘূর্ণিঝড়ের যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে সেদিকে খেয়াল রাখুন
  • জরুরি অবস্থার কীভাবে মোকাবিলা করবেন তার পরিকল্পনা করে রাখুন
  • কাঁচা বাড়ি বা নড়বড়ে পুরনো বাড়িতে যদি বসবাস করেন তাহলে আপাতত সেটি ছেড়ে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন
  • জরুরি প্রয়োজনীয় জিনিস হাতের কাছেই রাখুন
  • ঝড়ের সময় চেষ্টা করুন জানলা-দরজা বন্ধ করে রাখতে এবং ঘরের কোনার দিকে না থেকে মাঝামাঝি জায়গায় জড়ো হোন
  • পরিষ্কার পাত্রগুলোতে যতটা সম্ভব খাবার জল সংরক্ষিত রাখুন, সংগ্রহে রাখুন খাবারও
  • ঘরে যদি শিশু, শারীরিক প্রতিবন্ধী, বয়স্করা থাকেন তবে তাঁদের প্রতি আলাদা ভাবে নজর রাখুন
  • প্রয়োজনে প্রতিবেশীদেরও সহায়তা করুন
  • খুব প্রয়োজন ছাড়া কোনওভাবেই রাস্তায় বের হবেন না, সম্ভব হলে বুধ এবং বৃহস্পতিবার নিজেকে ঘরবন্দি করে ফেলুন

কী কী করবেন না

  • গুজব ছড়াবেন না বা নিজেও কোনও গুজবে কান দেবেন না
  • ঘূর্ণিঝড়ের সময় কোনওভাবেই কোনও যানবাহন চালানোর চেষ্টা করবেন না
  • নড়বড়ে বাড়িঘর থেকে দূরে থাকুন
  • খুব প্রয়োজন না হলে আহত ব্যক্তিদের নিয়ে অযথা ব্যতিব্যস্ত হবেন না
  • তেল এবং অন্যান্য দাহ্য পদার্থ কোনওভাবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়তে দেবেন না। যদি তা হয়ও তবে সঙ্গে সঙ্গে সেগুলো পরিষ্কার করুন
Advertisement
Advertisement