This Article is From Jul 16, 2019

বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন ১০০ বছরের পুরনো বহুতলে থাকত অনেকগুলি পরিবার?

Mumbai building collapse: দক্ষিণ মুম্বইয়ের জনবহুল এলাকা ডোঙরিতে ভেঙে পড়ে দ্য কেশরবাঈ নামের বহুতলটি, সেখানে বাস করত বেশ কয়েকটি পরিবার

বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন ১০০ বছরের পুরনো বহুতলে থাকত অনেকগুলি পরিবার?

Dongri building collapse: দক্ষিণ মুম্বইয়ে ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বহুতল

মুম্বই:

ফের একবার নজরে এল বাণিজ্য নগরী মুম্বইয়ে (Mumbai) বাসস্থানের দৈন্যদশা। দেশের অন্যতম ব্যস্ত এই শহরটিতে বর্তমানে জনসংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেখানে এখন মাথা গোঁজার জায়গার বড় অভাব। আর তাই বোধহয় বিপজ্জনক হওয়া সত্ত্বেও প্রাণ হাতে করে শহরের অতি প্রাচীন বহুতলগুলিতে (Mumbai building০ থাকতে বাধ্য হচ্ছে মানুষ। দক্ষিণ মুম্বইয়ের জনবহুল এলাকা ডোঙরিতে (Dongri) দ্য কেশরবাঈ নামের বহুতলটি ভেঙে পড়ায় , (Mumbai building collapse০ সামনে এল সেই বাস্তব পরিস্থিতি। ১০০ বছরেরও পুরনো এই বাড়িটিতে বাস করত অনেকগুলি পরিবার। অথচ ২০১৭ সালেই এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসাবে আখ্যা দেয় মুম্বই পুরসভা। অর্থাৎ বিপদ এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব এই বহুতলকে খালি করে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা। কিন্তু না, খাতায় কলমে অতি বিপজ্জনক বহুতল হওয়া সত্ত্বেও এটিকে ভেঙে দেওয়া সম্ভব হয়নি শহর প্রশাসনের পক্ষ থেকে।

ভেঙে পড়ল ১০০ বছরের পুরোনো বহুতল, মৃত ৪, আটক থাকার আশঙ্কা ৪০-৫০

জানা গেছে, মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি মালিকানাধীন এলাকার বেশিরভাগ বাড়িই যেগুলি পুরনো হয়ে গিয়ে ব্যবহারের প্রায় অযোগ্য হয়ে গেছে এবং যেগুলিত জরুরি মেরামত দরকার অনেক ক্ষেত্রেই সেগুলির কাঠামো ঠিক করে দেওয়া হয়েছে। প্রতি বর্ষাতেই এই মেরামতির কাজ চলে।

তবে কিছু বাড়ি এমনও আছে যেগুলি মেরামতিতে কাজ হবে না। এক্ষেত্রেও এই এলাকার বাড়িগুলি ক্লাস্টার পুনর্নির্মাণ প্রকল্পের অংশ ছিল, যার মানে এইগুলিকে ধ্বংস করে নতুন করে পুনর্নির্মাণ করা প্রয়োজন। মুম্বই ভবন মেরামত ও পুনর্গঠন বোর্ডের (এমবিআরআরবি) চেয়ারম্যান বিনোদ ঘোষালকার জানিয়েছেন, এই বহুতলটিও একেবারে ভেঙে পুনর্নির্মাণের জন্য বিএসবি ডেভেলপারদের কাছে হস্তান্তর করা হয়,  যার কাজ এখনও শুরু হয়নি।

ভাটপাড়া হাসপাতালের বিল্ডিংয়ে ঢুকে ভাঙচুর, লন্ডভন্ড সিভিক এজেন্সি অফিসও

"এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং আমরা পুনর্নির্মাণের এই কাজ কেন শুরু হয়নি সে বিষয়ে তদন্ত করব। এই বিলম্বের কারণ কী তা তদন্ত করে খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে", সংবাদসংস্থা আইএএনএসকে জানান ওই আধিকারিক।

এদিকে ওই বহুতল ও সংলগ্ন এলাকার বাসিন্দার জানিয়েছেন যে, তাঁরা পুনর্বাসন প্রকল্পের জন্য প্রায় তিন বছর সরকারি অফিসগুলিতে ঘুরপাক খেয়েছেন।

"আমরা এই বহুতলটি মেরামত করার জন্য বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন)-এর কাছেও সাহায্যের আবেদন জানাই, কিন্তু আমাদের বলা হয় যে তাঁদের কাছে এই বিষয়ে সাহায্য করার মতো তহবিল নেই"। ফলে জীবনের ঝুঁকি নিয়েও এই বাড়িতেই বসবাস করতেন তাঁরা। কেননা, মুম্বইয়ের মতো ১টি শহরে স্কুল, অফিস, হাসপাতাল কাছাকাছি রয়েছে এমন একটি জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া তাঁদের কাছে অসম্ভব ছিল।

আর সেই জন্যেই বিপজ্জনক হওয়া সত্ত্বেও দ্য কেশরবাঈ নামের বহুতলটিতে বাস করছিলেন তাঁরা। এর ফলে মঙ্গলবার বহুতলটি (Dongri  building collapse) ভেঙে পড়ায় বলি হতে হল বেশ কয়েকটি প্রাণকে।

.