Ganesh Chaturthi 2019: চন্দ্রযান ২-এর আদলে পুজো প্যান্ডেল
মুম্বই: সোমবার অর্থাৎ আজ মহা সমারোহে দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী ( Ganesh Chaturthi)। দিন দুয়েক ধরেই পুজোর আয়োজনে মহা ব্যস্তই মহারাষ্ট্র। কারণ, গণপতি বা গণেশ নাকি মহারাষ্ট্রে জন্মেছিলেন। মুম্বইতেও চলছে জোড়দার প্রস্তুতি। খবর, সেখানকার বিখ্যাত লালবাগচা রাজা (Lalbaugcha Raja) অঞ্চলে নাকি শুক্রবার রাতে উদ্বোধন হয়েছে প্যান্ডেলের। এবং সেই প্যান্ডেলের থিম চন্দ্রযান ২ (Chandrayaan-2)। যাঁরা মুম্বই যেতে পারবেন না কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্যান্ডেল দেখার জন্য তাঁরা দেখে নিন সেই প্যান্ডেলের ঝলক। এই ভিডিওতে:
ভিডিও ক্লিক করলেই দেখা যাচ্ছে, ইসরোর চন্দ্রযানের কিছু ঝলক রয়েছে দেব মূর্তির পেছনে। দুই নকল মহাকাশচারীর মূর্তি ঘুরছে মূর্তির চারপাশে। এক লুনার রোভারকেও রাখা হয়েছে মূর্তির সামনে।
Ganesh Chaturthi 2019: কবে গণেশ চতুর্থী? জেনে নিন গণপতি পুজোর মাহাত্ম্য
নিয়ম মেনে ১০ দিন ধরে পুজো করার পর এই মূর্তি বিসর্জন দেওয়া হবে সমুদ্রের জলে। প্রতি বছর প্রচুর সংখ্যক ভক্ত আসেন গণপতির পুজো এবং প্যান্ডেল দেখতে।
Ganesh Chaturthi 2019: বাড়িতেই বানিয়ে নিন গণপতি-র পছন্দের এই ৭ ভোগ
প্রসঙ্গত, ১৯৩৪ সালে লালবাগচা রাজা অঞ্চলে প্রথম গণপতি পুজো শুরু হয়। এখানকার মূর্তির উচ্চতা কমপক্ষে ২০ ফিট।