এই দুই ভাইয়ের মা কমলেশ রানি মারা যান ২০১১ সালের ৭ মার্চ।
হাইলাইটস
- ২৮৫ কোটির সম্পত্তি দখল করতে মৃত মাকে ‘জীবীত’ দেখিয়ে গ্রেফতার ছেলে!
- মুম্বইয়ের হিরানন্দনী গার্ডেনের বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুনীল গুপ্ত
- প্রতারণার অভিযোগ দায়ের করে আইনের দ্বারস্থ হন সুনীনের ভাই বিজয়
সম্পত্তির পরিমাণ ২৮৫ কোটি টাকা। আর সেটা আত্মসাৎ করতে মৃত মাকে ‘জীবিত' করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। কিন্তু শেষমেশ নয়ডা পুলিশের হাতে গ্রেফতার হল ছেলে। একই সঙ্গে ধরা পড়ল তার স্ত্রী -সন্তানও। মুম্বইয়ের হিরানন্দনী গার্ডেনের বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুনীল গুপ্তাকে। সেখান থেকেই গ্রেফতার হয়েছে স্ত্রী রাধা এবং ছেলে অভিষেক। এর আগে প্রতারিত হয়েছেন বলে দাবি করে আইনের দ্বারস্থ হন সুনীলের ছোট ভাই বিজয়। নয়ডার একটি জেলা আদলাত তাঁর আবেদন শুনে এফআইআর করার নির্দেশ দেয়। সেই মতো দায়ের হয় এফআইআর। এরপর গ্রেফতার হন অভিযুক্তরা।
বিজেপির রথযাত্রা বাতিলের কথা মুখ্যমন্ত্রী নিজে জানাচ্ছেন না কেন? প্রশ্ন সূর্যর
নয়ডার এক পুলিশ আধিকারিক মনোজ কুমার সিং জানিয়েছেন সুনীলের মা মারা যাওয়ার পরও তাঁর নামে থাকা সম্পত্তি হাতানোর পরিকল্পনা করে সে। ভুয়ো কাগজ দাখিল করে তার দাবি মা বেঁচে আছেন। আর এভাবে নিজের ও নিজের পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে সুনীল। তাতেই বিজয়ের ২৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
হাইকোর্টের নির্দেশ মেনে রথযাত্রার নতুন দিন ঘোষণা করল বিজেপি
এই দুই ভাইয়ের মা কমলেশ রানি মারা যান ২০১১ সালের ৭ মার্চ। তাঁর নামে জমি থেকে শুরু করে বাড়ি ও কারখানা ছিল। নিজের উইলে মা জানান তাঁর মৃত্যুর পর সম্পত্তি ছেলেদের মধ্যে দু'ভাগে ভাগ হবে। কিন্তু বিজয়ের অভিযোগ পুরোটাই আত্মসাৎ করেছে সুনীল। এই মর্মেই আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁর অভিযোগ নিজের নামে দান পত্র করে সম্পত্তি দখল করেছে দাদা।
দেখুন ভিডিও: