সুটকপসবন্দী দেহটি উদ্ধার করা হয় মালাড থেকে।
হাইলাইটস
- মুম্বাইয়ের মালাডের কাছ থেকে দেহ উদ্ধার মানসী দীক্ষিতের
- খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে এক ছাত্রকে
- হত্যার পর অভিযুক্ত একটি ট্যাক্সিতে করে মালাডে যায়
মুম্বাই: সোমবার মুম্বাইয়ের পশ্চিমের শহরতলী মালাডের কাছে একটি পরিত্যক্ত জায়গা থেকে এক অল্পবয়সী মডেলের কাটা দেহ উদ্ধার করে পুলিশ সুটকেসের ভিতর থেকে। উনিশ বছরের এক ছাত্রকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। সবে কুড়ি পেরনো ওই মডেলের নাম মানসী দীক্ষিত। তিনি একজন উঠতি অভিনেত্রীও ছিলেন। অভিযুক্তের নাম মুজাম্মিল সৈয়দ। তার আত্মীয়ের বাড়িতেই গতকাল ওই মডেল দেখা করতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের সন্দেহ, ওখানে যাওয়ার পর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বিবাদ চরমে পৌঁছলে মুজাম্মিল হত্যা করে মানসীকে। তারপর তাঁর দেহ একটি সুটকেসে ভরে ট্যাক্সি ডেকে তাতে করে যায় মালাড। সেখানেই সুটকেসটা রেখে আছে সে।
তাঁর সন্দেহ হওয়ায় ওই ট্যাক্সিচালকই খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুঁজে পায় মানসীর দেহ। এক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় মুজাম্মিলকে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।