NDTV | Monday May 07, 2018
এই দিকে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, হত্যাকাণ্ডের পর, খুশি সাহজানি তার গাড়িটি পার্ক করে এবং পার্কের এলাকায় লাশ নিয়ে সাত ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। গাড়িটি পার্ক করার পর, তারপরই তারা দুজনে অফিসে চলে গিয়েছিল এবং প্রায় ৬.৩০ নাগাদ সান্টাক্রুজ ফিরে এসেছিল, যেখানে তারা গাড়িতে করে মাহিল পোর্ট ট্রাস্ট এলাকায় নিয়ে যায়।