Read in English
This Article is From Jan 17, 2020

হাইপ্রোফাইল Sex Racket, দেহ ব্যবসায় যোগ দিয়েছেন অভিনেত্রীও!

Sex-racket: মুম্বই পুলিশ আন্ধেরি পূর্বের একটি হোটেলে অভিযান চালালে সামনে আসে হাই প্রোফাইল বেশ কিছু মুখ, উঠে এল আলোর আড়ালে অন্ধকারের গল্প

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Andheri East Mumbai: প্রিয়া শর্মা নামের এক যুবতী ওই মধুচক্র পরিচালনা করছিলেন, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ (প্রতীকী ছবি)

Highlights

  • মুম্বই একটি মধুচক্রে হানা দিল পুলিশ
  • পুলিশি হানায় গ্রেফতার মধুচক্রের মক্ষীরানি
  • মধুচক্র থেকে উদ্ধার মারাঠি ছবির অভিনেত্রীও
মুম্বই:

হোটেলের ঝলমলে আলোর মধ্যেই রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা, আর সেখানে হানা দিয়েই বিরাট এক মধুচক্র ফাঁস করল মুম্বই পুলিশ। একটি "হাই-প্রোফাইল" সেক্স র‌্যাকেটের খবর পেয়ে আন্ধেরির (Andheri East Mumbai) একটি তিন তারা হোটেলে হঠাৎই অভিযান চালায় পুলিশ (Mumbai Police), সেখানেই পুলিশের জালে ধরা পড়েন বছর উনত্রিশের হাই-প্রোফাইল এক যুবতী সহ আরও ৩ মহিলা। মধুচক্র থেকে আটক করা হয় এক নাবালিকাকে। এঁদের মধ্যে ঝকঝকে তকতকে চেহারার সুন্দরী যুবতীকে প্রথমেই গ্রেফতার করে মুম্বই পুলিশ, মনে করা হচ্ছে ওই মধুচক্রের (Sex-racket) আসল রানি মৌমাছি সেই-ই। মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস (এসএস) শাখা আন্ধেরি পূর্বের একটি হোটেলে অভিযান চালালে সামনে আসে হাই প্রোফাইল বেশ কিছু মুখ, উঠে আসে আলোর আড়ালে অন্ধকারের গল্প।

জোর করে বেশ্যাবৃত্তি নাবালিকাকে, উদ্ধার মহানগরীর মধুচক্র থেকে

মধুচক্রের হাটে হাঁড়ি ভেঙে দেওয়া প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, "অভিযানে গিয়ে আমরা জানতে পারি যে ওই মধুচক্রে এক নাবালিক সহ তিনজন মহিলাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে এবং মধুচক্র যিনি পরিচালনা করছিলেন সেই প্রিয়া শর্মাকে গ্রেফতার করা হয়েছে"।

Advertisement

মুম্বই পুলিশের এসএস শাখার সিনিয়র ইন্সপেক্টর সন্দেশ রেভেল জানিয়েছেন, "প্রিয়া শর্মা কান্দিভালি পূর্বে একটি ট্যুর এবং ট্র্যাভেল এজেন্সি চালাচ্ছিলেন। তবে তার আড়ালে এই ধরণের অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন তিনি"।

‘‘নিজের চেম্বারেই সম্মুখীন হয়েছি'': যৌন হেনস্থা নিয়ে আইএএস আধিকারিকের টুইট

Advertisement

মধুচক্রে হানা দিয়ে যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের মধ্যে এক অভিনেত্রী তথা গায়িকাও আছেন । তিনি "সাবধান ইন্ডিয়া" নামের টিভি ক্রাইম শোতে অভিনয়ও করেছেন। পুলিশের কাছে ওই অভিনেত্রী জানান, তাঁকে প্রলোভিত করে একরকম জোর করে ওই ব্যবসায় নামানো হয়। তিনি ছাড়াও মধুচক্রে থাকা মহিলাদের মধ্যে ছিলেন মারাঠি ফিল্ম ও সিরিয়ালে অভিনয় করা এক নায়িকাও। উদ্ধার হওয়া নাবালিকাও একটি ওয়েব সিরিজে কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া প্রিয়া শর্মাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস (এসএস) শাখা।

Advertisement