This Article is From Aug 07, 2019

‘‘মায়ের মতো’’: সুষমার প্রয়াণের পরে তাঁর সৌজন্যে পাক জেল থেকে মুক্তিপ্রাপ্ত যুবকের শোকপ্রকাশ

Sushma Swaraj Death: পাকিস্তানের জেলে ছ’বছর আটক ছিলেন গুপ্তচর হিসেবে। শেষ পর্যন্ত প্রাক্তন বিদেশমন্ত্রীর সহায়তাতেই ভারতে ফিরতে পারেন তিনি

‘‘মায়ের মতো’’: সুষমার প্রয়াণের পরে তাঁর সৌজন্যে পাক জেল থেকে মুক্তিপ্রাপ্ত যুবকের শোকপ্রকাশ

Sushma Swaraj death: হামিদ জানান, ‘‘আমার খুব বড় ক্ষতি হয়ে গেল।’’ (ফাইল)

মুম্বই:

গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত (Sushma Swaraj Death) হন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ (Sushma Swaraj)। সুষমার প্রয়াণের (Sushma Swaraj Death) পরে গোটা দেশজুড়ে শোকের আবহ। কেবল রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরাই নয়, শোকপ্রকাশ করছেন বহু সাধারণ নাগরিকও, যাঁদের বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সুষমা। তেমনই একজন মুম্বইয়ের হামিদ নিহাল আনসারি। পাকিস্তানের (Pakistan) জেলে ছ'বছর আটক ছিলেন গুপ্তচর হিসেবে। শেষ পর্যন্ত প্রাক্তন বিদেশমন্ত্রীর সহায়তাতেই ভারতে ফিরতে পারেন তিনি। গত ডিসেম্বরে পাকিস্তানের জেল থেকে মুক্তি পান পেশায় একজন ইঞ্জিনিয়ার হামিদ। মঙ্গলবার সুষমার প্রয়াণের (Sushma Swaraj Death) পরে সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, ‘‘ওঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তিনি আমার হৃদয়ে চিরকাল থাকবেন। উনি আমার কাছে মায়ের মতো। পাকিস্তান থেকে আমার ফেরার পরে তিনি আমাকে সাহায্য করেন সামনের দিকে তাকাতে। আমার খুব বড় ক্ষতি হয়ে গেল।''

সুষমা স্বরাজের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ, রাহুল গান্ধির

বিদেশমন্ত্রী থাকাকালীন সুষমা বিদেশে বিপদে পড়া ভারতীয়দের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু বার। টুইটারে তাঁর কাছে কোনও আবেদন করলে দ্রুত তিনি সাড়া দিতেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন। এমনকী, কেউ ব্যঙ্গ করে বা মজা করে টুইট করলেও উত্তর দিতেন প্রয়াত নেত্রী।

o1os8lqo

মুম্বইয়ের বাসিন্দা হামিদকে ২০১২ সালে গ্রেফতার করা হয়, পাকিস্তানে। সেনা আদালতের নির্দেশে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর তাঁকে পেশোয়ার সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়।

সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পাকিস্তানের দাবি ছিল, হামিদ একজন ভারতীয় গুপ্তচর, যিনি বেআইনি ভাবে পাকিস্তানে প্রবেশ করেছিলেন এবং দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন।

গত ডিসেম্বরে আটারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে অবশেষে ভারতে ফেরেন হামিদ। দীর্ঘ সময় পর আবার পরিবারের সঙ্গে মিলিত হন তিনি।

0s8nr9bg

তিনি ফেরার পরে তাঁর সঙ্গে দেখা করেন সুষমা স্বরাজ। তিনি উষ্ণ আলিঙ্গনে হামিদ ও তাঁর পরিবারকে স্বাগত জানান। হামিদ জানাচ্ছেন, ‘‘যখন সুষমাজি আমাকে জড়িয়ে ধরলেন, তিনি আমাকে ‘পুত্র' সম্বোধন করেন। আমার প্রতি তাঁর ভালবাসা আমি অনুভব করেছিলাম। আমি এবং আমার ভাই সুষমাজিকে বলেছিলাম, তিনি দেশের যুবসমাজের কাছে মাদার ইন্ডিয়া।''

সেই সময় হামিদের সঙ্গে ছিলেন তাঁর মা ফৌজিয়া। তিনি বলেন, ‘‘মেরা ভারত মহান, মেরি ম্যাডাম মহান, সব ম্যাডাম নে হি কিয়া হ্যায়। (আমার ভারত মহান, আমার ম্যাডাম মহান, সব ম্যাডামই করেছেন)।''

(তথ্যসূত্র: এএনআই)

 

.