தமிழில் படிக்க Read in English
This Article is From Oct 30, 2018

জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলায় জ্বালিয়ে দেওয়া হল পুরসভা অফিস

সোমবার সন্ধ্যাবেলায় জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস-বিধ্বস্ত শোপিয়ান জেলার পুরসভা অফিসটি জ্বালিয়ে দিল অজ্ঞানপরিচয় দুষ্কৃতিরা।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

শোপিয়ান জেলার পুরসভা অফিস জ্বালিয়ে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা

শ্রীনগর:

সোমবার সন্ধ্যাবেলায় জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস-বিধ্বস্ত শোপিয়ান জেলার পুরসভা অফিসটি জ্বালিয়ে দিল অজ্ঞানপরিচয় দুষ্কৃতিরা। স্থানীয় লোকাল কমিটির ভোটের কয়েকদিন বাদেই ঘটল এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরসভা ভবনটি ছাড়াও বেশকিছু বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে, রাজ্যের দুই প্রধান দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি এই নির্বাচন বয়কট করার ডাক দিয়েছিল সন্ত্রাসবাদীদের গোষ্ঠীর থেকে ক্রমাগত হুমকি পেতে থাকায়। দক্ষিণ কাশ্মীরে একের পর এক জঙ্গিহানার ঘটনার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটল।

রবিবার পুলওয়ামা জেলার ওয়াহিবাগে এক পুলিশ অফিসারকে গুলি করে মারা হয়। এছাড়া, অপর একটি হানায় এক পিডিপি কর্মী প্রাণ হারান শ্রীনগরের লাগোয়া এক শহরতলিতে। 

Advertisement

প্রসঙ্গত, এই নির্বাচনটিতে দক্ষিণ কাশ্মীরের চারটি জেলায় জয়লাভ করেছে বিজেপি।  132'টি ওয়ার্ডের মধ্যে তারা জয়লাভ করেছে  53'টি ওয়ার্ডে। শোপিয়ানে সতেরোটি আসনের মধ্যে জিতেছে তেরোটিতে।

Advertisement