This Article is From Dec 30, 2019

CAA Protest: বিজনৌরে প্রতিবাদের সময় যুবকের মৃত্যু, পুলিশের বিরুদ্ধে দায়ের মামলা

গত ২০ ডিসেম্বর বিজনৌরে মৃত্যু হয় সুলেমনের। তাঁর পরিবারের অভিযোগ, সুলেমনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাদ্রাসার সামনে এক গলির মধ্যে গুলি করা হয়।

CAA Protest: বিজনৌরে প্রতিবাদের সময় যুবকের মৃত্যু, পুলিশের বিরুদ্ধে দায়ের মামলা

বিজনৌর পুলিশ তদন্ত শুরু করেছে। (প্রতীকী চিত্র)

হাইলাইটস

  • बिजनौर पुलिस पर दर्ज हुआ केस
  • मृतक के भाई ने दर्ज कराई एफआईआर
  • CAA के खिलाफ प्रदर्शन में हुई थी मौत
বিজনৌর:

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনৌরে সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) প্রতিবাদে সহিংস প্রতিবাদের (CAA Protest) সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম সুলেমন। সুলেমনের ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার পরে অপসারিত পুলিশ আধিকারিক আশিস তোমার, রাজেশ সোলাঙ্কি সহ আরও কয়েক জনের বিরুদ্ধে। বিজনৌর পুলিশ জানিয়েছে এর মধ্যে আরও একটি মামলা রুজু হয়েছে এই হত্যার ঘটনায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

গত ২০ ডিসেম্বর বিজনৌরে মৃত্যু হয় সুলেমনের। তাঁর পরিবারের অভিযোগ, সুলেমনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাদ্রাসার সামনে এক গলির মধ্যে গুলি করা হয়।

নরেন্দ্র মোদির সরকার আম্বেদকরের স্বপ্নকে ধ্বংস করছে: আসাদুদ্দিন ওয়াইসি

পুলিশ সুপার বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন, ওইদিন নমাজ পড়ার পরে শুরু হওয়া সহিংস প্রতিবাদের সময় সুলেমান নামের ওই যুবক নিহত হন। তাঁর ভাই শোয়েব ছ'জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এর আগে থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে তার সঙ্গে এই অভিযোগকে মিলিয়ে তদন্ত করা হবে।

রাহুল গান্ধি অনুপ্রবেশকারীদের ভালবাসলে তাদের ইতালিতে নিয়ে যান: গিরিরাজ সিংহ

পুলিশ সুপার আরও জানান, সেদিন ভিড়ের মধ্যে পুলিশ আধিকারিক আশিস তোমারের হাতে থেকে তাঁর সার্ভিস পিস্তল ছিনিয়ে নেওয়া হয়। পিস্তলটি ফিরিয়ে নেওয়ার সময় সুলেমান নামের যুবকটি পুলিশকর্মী মোহিতের পেটে গুলি চালান। মোহিত আত্মরক্ষার্থে গুলি চালান। গুলিবিদ্ধ আহত মোহিত পরে মারা যান।

প্রসঙ্গত, ওইদিন আর এক যুবক আনিসেরও মৃত্যু হয়। ভিড়ের মধ্যে থেকে চালানো গুলিতে মৃত্যু হয় তাঁর। 

.