হাইলাইটস
- জইশ-ই– মহম্মদ প্রধানকে গ্লোবাল টেররিস্ট হতে বাধা দিয়েছে চিন
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্বল বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি
- পাল্টা বিজেপির দাবি দেশের বিদেশ নীতি টুইটারে ঠিক হয় না
নিউ দিল্লি: আরও একবার জইশ-ই– মহম্মদ প্রধানকে গ্লোবাল টেররিস্ট হতে বাধা দিয়েছে চিন। এই বিষয়টি প্রকাশিত হতেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্বল বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
:পড়ুন রাহুল গান্ধীর টুইট .
পাল্টা বিজেপির দাবি দেশের বিদেশ নীতি টুইটারে ঠিক হয় না। দলের নেতা এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন চিনের আচরণের পর রাহুল গান্ধী উৎসবের মেজাজে আছেন কেন। তাঁর বক্তব্য পাকিস্তানের কাগজে শিরোনাম হবে। জইশ প্রধানকে নিয়ে চিন নিজের পুরনো অবস্থানই বজায় রেখেছে। তাদের বাধায় এবারও মাসুদকে গ্লোবাল টেররিস্ট তকমা দেওয়া যায়নি। সময়সীমা শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে নিজেদের বক্তব্য জানিয়েছে চিন। এরপর দিল্লি জানিয়েছে গোটা বিষয়টি হতাশাজনক