This Article is From Oct 13, 2019

“ভিন্ন অবস্থান, মানেই প্রতিদ্বন্দ্বী নয়”, বললেন রাজ্যপাল

মুর্শিদাবাদের ঘটনা (Murshidabad Triple murder) নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল

“ভিন্ন অবস্থান, মানেই প্রতিদ্বন্দ্বী নয়”, বললেন রাজ্যপাল

কারও নাম না করে  রাজ্যপাল বলেন, দুজনের আলাদা দৃষ্টিভঙ্গি রাখার অধিকার আছে। (ফাইল ছবি)

কলকাতা:

একজনের সঙ্গে কারও মতের ভিন্ন অবস্থান থাকা মানেই, তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নন, রবিবার বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) । মুর্শিদাবাদের ঘটনা (Murshidabad Triple murder) নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। সেই মন্তব্যকে ভালভাবে নেয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারদিন কয়েক পরেই এহেন মন্তব্য করলেন রাজ্যপাল। হাওড়ার একটি অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, “কারও মতের সঙ্গে মিল হতে হবে, তার কোনও মানে নেই, এবং তারমানেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যায় না”। কারও নাম না করে  রাজ্যপাল বলেন, দুজনের আলাদা দৃষ্টিভঙ্গি রাখার অধিকার আছে।

মুর্শিদাবাদে খুনের ঘটনায় কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি বিজেপির

রাজ্যপাল বলেন, “আমি আমার মতাত দিয়েছি, আপনি আপনারটা দিয়েছেন। তবে আমরা ভিন্নমতেই সহাবস্থান করতে পারি”।

মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে প্রাথমিক স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি এবং ৮ বছরের ছেলে অঙ্গনের দেহ উদ্ধার হয়। মৃত শিক্ষক তাদের সমর্থক ছিলেন বলে দাবি করেছে সংঘ পরিবার।

বৃহস্পতিবার রাজভবনের তরফে একটি বিবৃতিতে বলা হয়, “এই ঘটনা অসহিষ্ণুতা এবং আইনশৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতিতির প্রতিফলন”।

চালতাবাগানে দেবীবরণে নুসরত জাহান, দেখুন ভিডিও:

রাজ্যপালের বিবৃতির প্রতিক্রিয়ায়, রাজ্যপালের বিরুদ্ধে “প্রতিদিন রাজনৈতিক বিবৃতি” দেওয়ার অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, পাশাপাশি রাজ্যপালকে “সাংবিধানিক সীমাবদ্ধতা” মনে করিয়ে দেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.