দেশের উত্তরপূর্ব দিকে মায়ানমারের সঙ্গে ভারতের 1643 কিমি সীমান্ত রয়েছে।
হাইলাইটস
- মায়ানমার সেনার এক বিশেষ দল এল কলকাতায়
- দুদেশের নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে কথা হয়েছে বৈঠকে
- দু’তরফের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর
কলকাতা: মায়ানমার সেনার এক বিশেষ দল এল কলকাতায়। সে দেশের ন্যাশনাল ডিফেমন্স আকাডেমির কমান্ডেন্ট ম্যাট ক্যায়ের নেতৃত্বে 38 সদস্যের একটি দল শনিবার ফোর্ট উলিয়ামে আসে। পূর্বাঞ্চলের সেনা কর্তারা মায়ানমারের সেনা জওয়ানদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করেন।
ভারতীয় সেনা বাহিনীর কাজের ধরন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি দু'তরফের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন দুটি ইন্দো – মায়ানমার সীমান্তে নিরাপত্তা আরও মজবুত করার ব্যাপারেও কথা বলেছে দুটি দেশ।
দেশের উত্তরপূর্ব দিকে মায়ানমারের সঙ্গে ভারতের 1643 কিমি সীমান্ত রয়েছে। অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম – এই চারটি রাজ্য দিয়েই পৌঁছানো যায় মায়ানমার সীমান্তে।
দুদেশের সীমান্ত এলাকায় বেশ কয়েকটি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে বলে মাঝে মধ্যেই খবর পাওয়া যায়। এদের সাহায্যে বেশ কয়েকটি জঙ্গি কার্যকলাপ সংগঠিতও হয়েছে বলে মনে করা হচ্ছে। আর তাই দুদেশের সীমান্তের নিরাপত্তা জোরদার করার প্রয়োজন দেখ যাচ্ছে ।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)