தமிழில் படிக்க Read in English
This Article is From Aug 04, 2020

সৈকতে ১৫ ফুট লম্বা এক রহস্যময় অবয়ব দেখে অনেকেরই চোখ ছানাবড়া, আপনিও দেখুন

Britain: "এটার চার পায়ের দিকে চারটি পাখনার মতো জিনিস ছিল যা এই অবয়বকে আরো অদ্ভুত দর্শন করে তুলেছিল", বলেন এক প্রত্যক্ষদর্শী

Advertisement
অফবিট Edited by

Mysterious Creature: ব্রিটেনের একটি সমুদ্র সৈকতে ওই প্রাণীটির দেহাবশেষ পাওয়া যায়

Highlights

  • ব্রিটেনের সমুদ্র সৈকতে পড়ে আছে অদভুতদর্শন এক প্রাণীর দেহ
  • সেটি কোন প্রাণীর দেহ তা নিয়ে জল্পনা চলছে
  • সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ছবিটি

ব্রিটেনের (Britain) সমুদ্র সৈকতে প্রায় ১৫ ফুট লম্বা এক রহস্যময় প্রাণীর (Mysterious Sea Creature) অবয়ব দেখে তো প্রায় চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন যে তিনি গত ২৯ জুলাই প্রথম আইন্সডেল সৈকতে ওই অবয়বটি (Mysterious Creature) পড়ে থাকতে দেখেন, তা থেকে অত্যন্ত "দুর্গন্ধ" বের হচ্ছিল। "এটার চার পায়ের দিকে চারটি পাখনার মতো জিনিস ছিল যা এই অবয়বকে আরো অদ্ভুত দর্শন করে তুলেছিল। এটি প্রায় ১৫ ফুট দীর্ঘ ছিল এবং এর হাড়গুলো চারপাশে ছড়িয়ে ছিল, যার মধ্যে কোনও কোনওটি আবার প্রায় ৪ ফুট দীর্ঘ", বলেন ওই ব্যক্তি। "এটা দেখে আপনার মনে হতে পারে যে একটি প্রাণীর সঙ্গে আরেকটি প্রাণী যেন যুক্ত হয়ে আছে। এটা কি হতে পারে যে কোনও প্রাণী হয়তো তাঁর বাচ্চার জন্ম দিতে গিয়ে এখানে মারা গিয়েছিল?", বেশ দ্বিধাগ্রস্ত কণ্ঠে একথা বলেন তিনি।

উদ্ভট চেহারার এই প্রাণীটির ছবিটি আইন্সডেল কমিউনিটি গ্রুপের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল যা দেখতে দেখতে অল্পসময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ফটোটিতে বিশাল ওই প্রাণীটিকে সমুদ্র সৈকতের বালির উপর পড়ে থাকতে দেখা গেছে।

ছবিটি ভাইরাল হয়েছে এবং এটি দেখে ৫০০ জনেরও বেশি মানুষজন নানা মন্তব্য করেছেন। - অনেকে অনুমান করার চেষ্টা করেছেন যে প্রাণীটি ঠিক কী হতে পারে?

"এটা কি উলি ম্যামথ?" একজন এমন প্রশ্নও করেছেন। তিনি এও যোগ করেন: "হ্যাঁ আমি জানি ওই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে তবে সত্যিই এটাকে দেখে আমার ওর কথাই মনে হলো!"

Advertisement

"সম্ভবত একটি তিমি একটি গরুকে খাচ্ছিল", অন্য আরেকজন রসিকতার সুরে একথা বলেছেন।

"এটি একটি সিন্ধুঘোটক", একথাও বলেন একজন ফেসবুক ব্যবহারকারী। অন্য একজন বলেন: "এটা ঘোড়া, ষাঁড় নাকি গরু?"

Advertisement

দ্য সান-এর তরফে জানানো হয়েছে, ন্যাচারাল ইংল্যান্ডের ঊর্ধ্বতন কর্তা স্টিফেন অ্যালিফ বলেছেন যে এই প্রাণীটির পরিচয় এখনও জানা যায়নি।

"আমরা নিশ্চিত করে এটা বলতে পারি যে, সৈকতে কোনও প্রাণী পচে রয়েছে। তবে প্রাণীটি ঠিক কী তা এখনও সনাক্তকরণ করা সম্ভব হয়নি, তবে এটি তিমির একটি প্রজাতি বলেই মনে হচ্ছে", একথাও বলেন তিনি।

Advertisement

"যত তাড়াতাড়ি সম্ভব সৈকত থেকে যাতে ওই প্রাণীটির দেহাবশেষ সরিয়ে নেওয়া হয় তার জন্যে আমরা একটি সাফাই সংস্থাকে জানিয়েছি।"

২০১৭ সালেও একবার, ফিলিপিন্সের সৈকতে এমন একটি রহস্যময় সামুদ্রিক প্রাণীর দেহ উপকূলে পড়ে থাকতে দেখা যায়। সেই সময়ও তা নিয়ে অনেক জলঘোলা হয়।

Advertisement