স্টু-এ ভাসছে কিম্ভুত প্রাণি!
নয়া দিল্লি: মনের আনন্দে নিয়ে বসেছেন একবাটি স্ট্যু। আচমকাই তাতে ভেসে উঠল আজব দেখতে এক পাখির ছানা! শুধু ভেসে থাকা নয়, সে নাকি আবার সাঁতারও কাটছে। এমনটা আপনার সঙ্গে হলে কেমন লাগবে? শুনতে আজগুবি লাগলেও এমনই ঘটেছে অতি সম্প্রতি। স্ট্যুয়ের বাটিতে ভাসতে দেখা গেছে অদ্ভুত দর্শন পাখির ছানাকে। পাখির ছানাটি তখনও জীবন্ত! বেন অ্যানিমেল অ্যাটাক ভিডিওটি তাদের টুইটারে শেয়ার করতেই নিমেষে ভাইরাল সেটি।
মহাকাশে ছুটছে মাস্ক পরা গ্রহাণু! করোনার ভয়ে পৃথিবী ছেড়ে পালাচ্ছে?
এখনও পর্যন্ত এটি ৩৮ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। লাইকের সংখ্যা ৩৫০বার। এছাড়াও, ভিডিওটি রিটুইট হয়েছে বহুবার। অনেকেই বলেছেন, এটি আদতে একটি পাখি বা অজানা পাখির ছানা। অনেকে এই ভিডিওটিতে দেখানো প্রাণিটিকে স্ট্র্যাঞ্জার থিংসের ডেমোগারগানের সঙ্গে তুলনা করেছেন। ডেমোগারগান গ্রিক দেব-দেবীদের মধ্যে অন্যতম। তিনি নরকের দেবতা।
Click for more
trending news