প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন।
চলে গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন (Nabaneeta Dev Sen)। তাঁর বয়স হয়েছিল ৮১ (Nabaneeta Dev Sen Passes)। বৃহস্পতিবার তাঁর কলকাতার বাসভবনে তিনি প্রয়াত হন। রেখে গেলেন দুই কন্যাকে। গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান সাহিত্যিক। তাঁর প্রাক্তন স্বামী নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে নবনীতা দেব সেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
দক্ষিণ কলকাতায় হিন্দুস্থান পার্কে 'ভালবাসা'(এখনও সেখানেই বসবাস করেন) বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা নরেন্দ্র দেব ও মা রাধারানি দেবী সেযুগের বিখ্যাত কবি দম্পতি। সেই সাংস্কৃতিক পরিবেশেই বেড়ে ওঠা।
প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড ও বার্কলেতে পড়াশোনা করেন তিনি। পরে যাদবপুরে তুলনামূলক সাহিত্যের অধ্যাপনা করেন।
কবিতা থেকে গদ্য, তাঁর কলম দশকের পর দশক মুগ্ধ করে রেখেছে বহু প্রজন্মকে। প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০। উপন্যাস, কবিতা, নিবন্ধ, ভ্রমণকাহিনি থেকে শিশুপাঠ্য কাহিনি— সবেতেই নবনীতার কলম সোনা ফলিয়েছে।
২০০০ সালে পেয়েছিলেন পদ্মশ্রী। তার আগে ১৯৯৯ সালে পেয়েছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার।