শুখা মরসুমে শুষ্ক জেলাগুলোর কৃষি ভিত্তি অটুট রাখতে এই মাইক্রো-সেচ কার্যকরী (ফাইল ছবি)।
কলকাতা: গ্রাম বাংলার উন্নয়নে ১৬০৭ কোটি টাকা ঋণ পশ্চিমবঙ্গকে দিচ্ছি নাবার্ড। করোনা সংক্রমণের আবহে নাবার্ডের এই উদ্যোগের প্রশংসা করেছে নবান্ন। জানা গিয়েছে, গ্রাম ভারতের উন্নয়নে একটা নিয়মিত অর্থ সাহায্য করে থাকে নাবার্ড। কিন্তু যেহেতু সংক্রমণ ও লকডাউন প্রভাবে ক্ষতিগ্রস্ত গ্রামীণ অর্থনীতি, তাই বিশেষ সহযোগিতা খাতে এই অর্থসাহায্য বলে খবর। নাবার্ড সূত্রে খবর, এই অর্থসাহায্যের জেরে বাংলার কৃষি ও কৃষি উৎপাদন গতিশীল হবে। রবি শস্য ও খারাপ শস্য কৃষকদের সুরাহা হবে। রাজ্য সমবায় ব্যাঙ্কের মাধ্যমে এই ঋণ প্রদান করবে নাবার্ড। এমনটাই সোমবার জানাল নবান্ন। পাশাপাশি মাইক্রো ফিনান্স প্রতিষ্ঠান ও আঞ্চলিক ব্যাঙ্কগুলোর মাধ্যমে অর্থসাহায্য পাবে রাজ্য সরকার।
গ্রামীণ পরিকাঠামো উন্নয়নেও এই অর্থ কাজে লাগানো হবে। এমনটাও জানিয়েছে অর্থ দফতর। ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মধ্যে মাইক্রো-সেচের প্রসার বাড়াতে অতিরিক্ত ২৯২ কোটি অর্থসাহায্য করেছে নাবার্ড।
শুখা মরসুমে শুষ্ক জেলাগুলোর কৃষি ভিত্তি অটুট রাখতে এই মাইক্রো-সেচ কার্যকরী।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)