This Article is From Oct 23, 2018

বিসর্জনে বাজি ফাটানোতে বাধা, গণপ্রহারে আহত সাত পুলিশ

বিসর্জনের শোভাযাত্রায় বাজি ফাটানো নিয়ে বচসা। উন্মত্ত জনতার সঙ্গে সংঘর্যের ফলে গুরুতর আহত হল সাতজন পুলিশ।

বিসর্জনে বাজি ফাটানোতে বাধা, গণপ্রহারে আহত সাত পুলিশ

এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে আটজন।

কৃষ্ণনগর:

বিসর্জনের শোভাযাত্রায় বাজি ফাটানো নিয়ে বচসা। উন্মত্ত জনতার সঙ্গে সংঘর্যের ফলে গুরুতর আহত হল সাতজন পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীরা জেলার পোড়াগাছা ঝাউতলা ঘাটে। ওই ঘাটে একের পর এক পুজোকমিটির সদস্যরা আসছিল বিসর্জনের জন্য। ফাটানো হচ্ছিল বাজি। ঘাটের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাদের বাধা দেন। বাজি ফাটাতে বারণ করেন। সেই জায়গা থেকেই লেগে যায় তর্কাতর্কি। তারপর তা বচসা পেরিয়ে হাতাহাতিতে পৌঁছে গেলে দু'পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়।

এক পুলিশকর্তা জানান, দুজন অফিসার সহ মোট সাতজন পুলিশকর্মী ওই ঘটনায় আহত হয়েছেন। ওই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আটজনকে।

.