ডিমাপুর বাজারে কুকুরের মাংস বিক্রির ছবি ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত। (ফাইল ছবি)
কোহিমা: কুকুরের মাংসের বাণিজ্যিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল নাগাল্যান্ড (Nagaland Dog meat)। শুক্রবার একথা জানান সে রাজ্যে মুখ্যসচিব টেমজেন টয়। তিনি বলেছেন, "রাজ্য সরকার কুকুরের বাণিজ্যিক আমদানি ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে কুকুর মার্কেট, মাংসের ওপর। রান্না করা কিংবা কাঁচা যে কোনও ধরনের মাংস বিক্রি নিষেধ। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত প্রশংসনীয়।" এই টুইটের সঙ্গে বিজেপি সাংসদ মানেকা গান্ধি (BJP MP Maneka Gandhi) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিউ রিওকে (Nagaland CM) উল্লেখ করেছেন তিনি।
দেখুন সেই টুইট:
জানা গিয়েছে, ডিমাপুর বাজারে কুকুরের মাংস বিক্রির একটা ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ছবি ঘিরে হইচই শুরু হতেই এই সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর।
এদিকে, সম্প্রতি চিত্র প্রযোজক ও সমাজকর্মী প্রীতি নন্দী একটা প্রচারাভিযান চালু করেছেন। সেই প্রচারাভিযানে নাগাল্যান্ড কুকুরের মাংস খাওয়া ও বিক্রি বন্ধের দাবিতে সই সংগ্রহ করা হয়েছে।