Read in English
This Article is From Oct 13, 2018

বুকে ২১ টি পাত্র রেখে দুর্গা মায়ের আরাধনা

নবরাত্রির দশম দিনে মা দুর্গা আরাধনার জন্য বিহারের নাগেশ্বরের এই বাবা নিজের বুকের উপরে ২১টি পাত্র রাখেন ব্যালেন্স করে।

Advertisement
অফবিট (with inputs from ANI)

দুর্গা আরাধনায় রত নাগেশ্বর বাবা

পাটনা:

মন্দিরের মাটিতে সাস্টাঙ্গে শোয়া, পেটের উপরে রাখা ২১টি পাত্র। এমন ভাবেই এ সময় দেখতে পাওয়া যায় নাগেশ্বর বাবাকে। শেষ ২২ বছর ধরে তিনি নবরাত্রির দশম দিনের পুজো তিনি এ ভাবেই করেন। বাবা এ সময় নির্জলা উপবাসে থাকেন, খাবার তো দূরের কথা জলও খান না।

পাটনার নউলখা মন্দির থেকে নাগেশ্বর বাবা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমি দেবী মায়ের কাছেই পেয়েছি। আমি নবরাত্রির ১৫ দিন আগে থেকে উপবাস করা শুরু করি। এখানে বহু মানুষ আসেন মা দুর্গার আশীর্বাদ নিতে।’’

তিনি আরও জানান, ২২ বছর আগে চিকিৎসকেরা তাঁকে জানিয়েছিলেন তাঁর কিডনি নষ্ট হয়ে গিয়েছে এবং তাঁর বাঁচার আশা খুবই ক্ষীণ। বাবা বলেন, ‘‘এর পরেই আমি মা দুর্গার আরাধনা শুরু করি। মায়ের কৃপায় আমি এখন সম্পূর্ণ সুস্থ।’’ সেই থেকে আমি এই ভাবে পুজো পদ্ধতি অনুশীলন করে চলেছি।

Advertisement

 

Advertisement