This Article is From Sep 01, 2018

সমস্ত জরুরি নথি গুছিয়ে রাখুন, বললেন নাখোদার ইমাম

তিনি বলেন, "অনেকেই রয়েছেন, যাঁরা ততটা শিক্ষিত নয়। তাঁরা জানেন না, কোন কাগজপত্র কোথায় কখন কীভাবে ব্যবহার করা উচিত। তাঁরা তাঁদের ধর্মীয় নেতাদের ব্যাপারটি সম্বন্ধে অবগত করে সমস্ত কাজটি যত দ্রুত সম্ভব করে ফেলুন।"

সমস্ত জরুরি নথি গুছিয়ে রাখুন, বললেন নাখোদার ইমাম
কলকাতা:

অসমের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) বা জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বিতর্ক অব্যাহত। নাখোদা মসজিদের ইমামও জড়িয়ে গেলেন এই বিতর্কে। তিনি মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে অনুরোধ করলেন, তাঁরা যেন নিজেদের নাগরিকত্বের প্রমাণ সহ সমস্ত জরুরি নথিপত্র ঠিকভাবে গুছিয়ে রাখেন। শুক্রবারের নমাজের পর নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাজমি এই অনুরোধ করেন। ওয়াকিবহাল মহল মনে করছে, অসমের এনআরসির চূড়ান্ত খসড়া থেকে চল্লিশ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়ে যাওয়ার পর বিজেপি নেতারা যে হুঙ্কার দিয়েছিলেন, এই রাজ্যেও প্রয়োগ করা হবে এনআরসি, তারই ফল ইমামের এই ঘোষণা। শনিবার ইমাম বলেন, শুক্রবারের নামাজের পর সবার জরুরি নথিপত্র গুছিয়ে রাখার ব্যাপারে অবিলম্বে সতর্ক করে দিয়েছেন তিনি। 

"ভোটার কার্ড, আধার কার্ড, জমির প্রমাণপত্র, দলিল - সংক্ষেপে প্রত্যেকটি জরুরি নথিপত্র প্রত্যেকে ঠিকভাবে গুছিয়ে রাখবেন। যাতে, কেউ প্রমাণ চাইলেই সহজেই তাকে সমস্ত প্রমাণ দিয়ে দিতে পারেন", বলেন তিনি। 

শফিক কাজমি আরও বলেন, কেবল কলকাতাতেই নয়, জেলাতেও শুক্রবারের নমাজের পর ওখানকার মসজিদের ইমামরা এই একই কাজ করেছেন সম্ভবত। 

তিনি বলেন, "অনেকেই রয়েছেন, যাঁরা ততটা শিক্ষিত নয়। তাঁরা জানেন না, কোন কাগজপত্র কোথায় কখন কীভাবে ব্যবহার করা উচিত। তাঁরা তাঁদের ধর্মীয় নেতাদের ব্যাপারটি সম্বন্ধে অবগত করে সমস্ত কাজটি যত দ্রুত সম্ভব করে ফেলুন।"

.