'মস্কা' মারছেন অকে অন্যকে!
নয়া দিল্লি: ফাঁক পেলে কাউকে ছাড়ে না আমূল ইন্ডিয়া (Amul Dairy)! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর জন্মস্থান গুজরাত যতই স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)-কে, সূক্ষ্ম রসিকতা তাঁর সঙ্গেও করতে ছাড়েনি ডেয়ারি সংস্থা। সারা গুজরাত হেডিংয়ে হেডিংয়ে ছয়লাপ, ''Namaske President Trump!'' যা দেখে সংস্থার তারিফ করে হাসতে হাসতে মুখ খুলেছেন রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ। এক ট্রাম্পের একাধিক ভুল উচ্চারণের নিঃশব্দ অনুকরণ যেন বিজ্ঞাপনী হোর্ডিং। একই সঙ্গে "maska" শব্দের অর্থ মাখন মাখানো বা তৈলমর্দন! তাহলে কি ভারতে সপরিবারে মার্কিন প্রেসিডেন্টের আগমন নিছক একে অন্যকে "মস্কা" লাগানো? প্রশ্ন উঠেছে তাই নিয়েও।
অবিশ্বাস্য! নমস্তে ট্রাম্প প্রসঙ্গে বললেন ইভাঙ্কা
কার্টুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে মাখন মোটা প্রলেপ লাগানো পাউরুটি দেওয়ার প্রস্তাব দিচ্ছেন, আর আমূল গার্ল সেই নির্দেশ মেনে হাতে রুটি-মাখনের প্লেট নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে! পরনে গুজরাতি ঢঙে পরা শাড়ি। ক্যাপশনে "ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওয়েলকাম"। এই ইঙ্গিতপূর্ণ হোর্ডিং ট্রাম্প আসার দিনেও দেখা গেছে গুজরাতের রাস্তায়। দেখা গেছে সোমবার, মতেরা স্টেডিয়ামের পেছনেও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে। খবর, মার্কিন রাষ্ট্রপতি দু'দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই নাকি পা রেখেছেন দেশের মাটিতে।
Click for more
trending news