This Article is From Sep 27, 2019

নারদ মামলায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে আইপিএস এসএমএইচ মির্জা

Narada sting operation : আইপিএস অফিসারের আইনজীবী বলেন, যখনই তাঁকে ডাকা হয়েছে, তদন্ত সহযোগিতা করেছেন তিনি

নারদ মামলায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে আইপিএস এসএমএইচ মির্জা

একটি সংস্থার প্রতিনিধির থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নিতে দেখা যায় তাঁকে।

কলকাতা:

নারদ মামলায় (Narada Scam) আইপিএস সৈয়দ মহম্মদ হোসেন মির্জাকে (SMH Mirza) গ্রেফতার করল সিবিআই (CBI)। নারদ স্টিং অপারেশন মামলায় এটিই প্রথম গ্রেফতার। এর আগে বেশ কয়েকবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিশেষ সিবিআই আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায়। আদালতে পেশ করে, মির্জাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চায় সিবিআই। আইপিএস অফিসারের আইনজীবী বলেন, যখনই তাঁকে ডাকা হয়েছে, তদন্ত সহযোগিতা করেছেন তিনি। এর আগে নারদকাণ্ডে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে তিনবার জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের দুর্নীতিদমন শাখা।

নারদকাণ্ডে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ এসএমএইচ মির্জাকে

এক পদস্থ আধিকারিক বলেন, “এর আগেও বেশ কয়েকবার আমরা তাঁকে জেরা করি। আজ, আরও একপ্রস্থ জিজ্ঞাসাবাদের পর আমরা তাঁকে গ্রেফতার করি। নারদ মামলায় তিনি অন্যতম মূল যোগাযোগকারী”। সিবিআইয়ের একটি সূত্র জানিয়েছে, “আগে তাঁকে আটবার জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না। তাঁর বিরুদ্ধে আমাদের হাতে যথেষ্ঠ প্রমাণ রয়েছে”। নারদ স্ট্রিং অপারেশনের সময় অবিভক্ত বর্ধমানের পুলিশ সুপার ছিলেন মির্জা।

২০১৭-এ নারদ মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। তারপরেই সাসপেন্ড করা হয় তাঁকে। পরে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়। তবে কোনও পদে নিয়োগ না করে তাঁকে “কম্পালসারি ওয়েটিং” এ রাখা হয়। নারদের ভিডিও ফুটেজে, তৃণমূলের একাধিক নেতাসহ মির্জাকে টাকা নিতে দেখা যায়। একটি সংস্থাকে ব্যবসায়ীক সুবিধা দেওয়ার পরিবর্তে সংস্থার প্রতিনিধির থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নিতে দেখা যায় তাঁকে। ভিডিওতে পাওয়া কন্ঠস্বরের নমুনার সঙ্গে তাঁর কন্ঠস্বরের নমুনা মিলে যায়।

নারদ তদন্তে সুব্রত মুখোপাধ্যায়, এসএমএইইচ মির্জার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করল সিবিআই

যে ১৩ জনকে নারদ নিউজের স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁদের মধ্যে রয়েছে সাতজন সাংসদ, একজন বিধায়ক, এবং একজন আইপিএস অফিসার।  সাতজন সাংসদের মধ্যে ছিলেন সুলতান আহমেদ, তিনি ইতিমধ্যেই মারা গিয়েছেন। ২০১৭-এ বিজেপিতে যোগ দেন মুকুল রায়। চারজনমন্ত্রীর মধ্যে শোভন চট্টোপাধ্যায় ১৪ অগস্ট বিজেপিতে যোগ দিয়েছেন।

২০১৪-এ একজন ব্যবসায়ীর ছদ্মবেশে স্টিং অপারেশনটি করেন ম্যাথু স্যামুয়েলস, অনেক তৃণমূল নেতাকে টাকা দেওয়ার প্রস্তাব দিতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে, রাজ্যে এই ভিডিওটি প্রকাশ্যে আসে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ৫২ ঘন্টার ভিডিও ফুটেজে, ১৩জন ব্যক্তিকে মোট ৬০.৫ লক্ষ টাকা নিতে দেখা গিয়েছিল।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করল সিবিআই

গতমাসে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিং এর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় এসএমএইচ মির্জাকে। নিজের দলের বিরুদ্ধেই স্টিং অপারেশনের টোকা জোগানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সিবিআইয়ের প্রশ্নের উত্তরে ম্যাথু স্যামুয়েল বলেন, “তিনি বিশেষ করে আমায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর জোর দিতে”।

মে মাসে শেষ সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যেরর ৪২ আসনের মধ্যে ১৮টি আসনে ফুটেছে পদ্মফুল, ২২ আসনে ফুটেছে ঘাসফুল। ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচন রাজ্যে, তার আগে যদি আরও গ্রেফতার হয়, তাহলে চাপ হবে তৃণমূল কংগ্রেসের। 

.