This Article is From Jul 03, 2019

নারদকাণ্ডে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ এসএমএইচ মির্জাকে

২০১৪-এ স্ট্রিং অপারেশনটি করা হয়। ২০১৬ বিধানসভা ভোটের আগে ভিডিওটি নিউজ পোর্টালটিতে আপলোড করা হয়।

নারদকাণ্ডে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ এসএমএইচ মির্জাকে
কলকাতা:

নারদকাণ্ডে আইপিএস অফিসার আইপিএস এসএমএইচ মির্জাকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করল সিবিআইয়ের দুর্নীতিদমন শাখা। নারদকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে ৫ ঘন্টারও বেশী সময় ধরে জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নারদ স্ট্রিং অপারেশনে দেখা গিয়েছে, কয়েকজন নেতার নামে, একজন ব্যবসায়ীর থেকে টাকা নিচ্ছেন আইপিএস মির্জা। এক ব্যবসায়ীর ছদ্মবেশে একটি স্ট্রিং অপারেশন চালান নারদ নিউজ পোর্টালের ম্যাথু স্যামুয়েলস। সেখানেই বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা এবং এক আইপিএস আধিকারিকের থেকে কিছু সুবিধা নেওয়ার পরিবর্তে টাকা নিতে দেখা যায়। নারদ স্ট্রিং অপারেশনের সময় অবিভক্ত বর্ধমানের পুলিশ সুপার ছিলেন মির্জা।

আইপিএস আধিকারিক মির্জাকে আবার তলব সিবিআইয়ের, চলল জিজ্ঞাসাবাদ

২০১৪-এ স্ট্রিং অপারেশনটি করা হয়। ২০১৬ বিধানসভা ভোটের আগে ভিডিওটি নিউজ পোর্টালটিতে আপলোড করা হয়। বিধানসভা নির্বাচনের আগে ভিডিওটি প্রকাশ হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

এর আগে ৬ জুন এবং ১০ জুন আইপিএস অফিসার মির্জাকে তলব করে সিবিআই। নারদকাণ্ডে তাঁর জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে, তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হয় মির্জাকে। মুকুল রায়ের বিরুদ্ধে নারদা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মির্জাকে টাকা নেওয়ার নির্দেশ কে দিয়েছিলেন, এবং তিনি কার হয়ে টাকা নিয়েছিলেন, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.