This Article is From May 31, 2019

‘‘আপনিই আবেগ এনেছেন’’: কেন টুইটার মিস করবে ‘মন্ত্রী’ সুষমা স্বরাজকে

থেকেই বিগত সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ ও বিদায়ী শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টুইটার ব্যবহারকারীরা।

‘‘আপনিই আবেগ এনেছেন’’: কেন টুইটার মিস করবে ‘মন্ত্রী’ সুষমা স্বরাজকে

সুষমা স্বরাজ শারীরিক অসুস্থতার কারণেই এবার লোকসভা নির্বাচনে লড়েননি।

নয়াদিল্লি:

বৃহস্পতিবারই পরিষ্কার হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নতুন মন্ত্রিসভায় থাকছেন না সুষমা স্বরাজ (Sushma Swaraj)। তারপর থেকেই বিগত সরকারের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ ও বিদায়ী শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। ৬৭ বছরের সুষমা বিদেশমন্ত্রী থাকাকালীন দেশের বাইরে গিয়ে বিপদে পড়া যে কোনও ব্যক্তিকে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। টুইটারে তাঁর কাছে সাহায্য চাইলেই সাড়া দিয়েছেন তিনি। এমনকী ব্যঙ্গ বা মজা করে টুইট করলেও সাড়া দিয়েছেন তিনি। কাল, বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের দর্শকাসনে বসে মোদী ও তাঁর ৫৭ জন মন্ত্রীর শপথ নেওয়া দেখলেন সুষমা। অনুষ্ঠান শেষ হওয়ার ঘণ্টাখানেক পরে তিনি দ্বিতীয় পর্যায়ে মোদীর নতুন সরকারের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে টুইট করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ, প্রতিরক্ষায় রাজনাথ, নারী ও শিশু কল্যাণে স্মৃতি

হিন্দিতে করা ওই টুইটে সুষমা লেখেন— ‘‘প্রধানমন্ত্রীজি, আপনি আমাকে সুযোগ দিয়েছেন বিদেশমন্ত্রী হিসেবে গত পাঁচ বছরে দেশের মানুষ ও বিদেশে থাকা ভারতীয়দের সেবা করার। এবং ব্যক্তিগত পর্যায়ে অনেক সম্মান দিয়েছেন আমাকে। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের সরকার যেন চমৎকার কাজ করে।''

জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদ ওমর আবদুল্লা সুষমা স্বরাজ ও অরুণ জেটলিকে উদ্দেশ করে টুইট করেন— ‘‘এটা খুবই দুঃখের যে অরুণ জেটলি ও সুষমা স্বরাজের মতো মানুষকে আজ মন্ত্রিসভায় দেখা গেল না। আমি প্রার্থনা করি তাঁরা দু'জনেই যেন শারীরিক সমস্যার সঙ্গে লড়তে পারেন, যে কারণের জন্য তাঁদের মন্ত্রিসভায় থাকা হল না।'' 

বাঙালি এবং অ-বাঙালি মানুষদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বিজেপিঃ মমতা

বিজেপি থেকে শিবসেনায় আসা প্রিয়ঙ্কা চতুর্বেদীও আবেগঘন টুইট করেন সুষমার উদ্দেশে— ‘‘দেশ আপনাকে মন্ত্রিসভায় মিস করবে। আপনি এমন একটি মন্ত্রকের মধ্যে আবেগ ও মূল্যবোধ নিয়ে এসেছিলেন যাকে সব সময়ই খুব আবেগহীন মনে হত।''

বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান সুষমার টুইটের উত্তরে লেখেন— ‘‘আমরা যাঁরা আপনার প্রশংসনীয় ভালো কাজগুলির কথা পড়েছি, তারা সর্বদা আপনাকে সম্মান করবে।''

সুষমা স্বরাজ, অরুণ জেটলি, রাজ্যবর্ধন রাঠৌর, মানেকা গান্ধী ও জয়ন্ত সিনহার মতো গত সরকারের কয়েক জন বড় মুখ নতুন সরকারে নেই। শারীরিক অসুস্থতার কারণেই এবারের লোকসভা নির্বাচন‌ে লড়েননি সুষমা স্বরাজ।

.