This Article is From Nov 17, 2018

ছত্তিশগড়ের নির্বাচনী সভায় ঢোল বাজালেন মোদী

গতকাল ছত্তিশগড়ের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে রীতিমতো জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চরিত্রের একটি অন্য রঙিন দিকে সাক্ষী রইলেন সভাস্থলে উপস্থিত জনতা।

ছত্তিশগড়ের নির্বাচনী সভায় ঢোল বাজালেন মোদী

বস্তারের ভোটারদের প্রশংসা করেন মোদী।

রায়পুর:

গতকাল ছত্তিশগড়ের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে রীতিমতো জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চরিত্রের একটি অন্য রঙিন দিকে সাক্ষী রইলেন সভাস্থলে উপস্থিত জনতা। সভা শুরুর আগেই ঐতিহ্যবাহী লাল ঢোলক বাজাতে আরম্ভ করেন প্রধানমন্ত্রী। মাওবাদী-অধ্যুষিত বস্তারের জনগণের প্রশংসাও করেন তিনি এত হুমকি এবং প্রতিবন্ধকতার মধ্যেও মাথা তুলে দাঁড়িয়ে থাকার জন্য। ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন আগামী ২০ নভেম্বর। "এত প্রতিবন্ধকতার মধ্যেও মাথা উঁচু করে নির্বাচন প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য বস্তারের মানুষের প্রশংসা করা উচিত নয় কি? আপনারাই বলুন! আপনারা আগামী ২০ তারিখ ওঁদের থেকেও বেশি ভোট দিয়ে ওঁদের সাহসিকতাকে সমর্থন জানান", অম্বিকাপুরের নির্বাচনী সভায় উপস্থিত জনগণের উদ্দেশে এই কথা বলেন মোদী।

 

 

.