This Article is From Jun 30, 2019

মানুষে বিশ্বাস হারাননি, ‘মন কি বাত’-এ ফিরে এসে জানালেন প্রধানমন্ত্রী

Mann Ki Baat: প্রধানমন্ত্রীর এদিনের ভাষণে সবথেকে বেশি উঠে এল জল সমস্যার কথা। তিনি জনতার কাছে, জল বাঁচানোর পথ খোঁজার আবেদন করেন।

Mann Ki Baat: মোদি বলেন, জল বাঁচানোর পথ খুঁজতে হবে মানুষকে

হাইলাইটস

  • ‘মন কি বাত’-এ ভাষণ দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • প্রত্যাবর্তনের পরে এটাই তাঁর প্রথম অনুষ্ঠান
  • জল সংরক্ষণ নিয়ে অনেক কথা বললেন তিনি
নয়াদিল্লি:

শেষবার ‘মন কি বাত'-এ (Mann Ki Baat) তিনি জানিয়েছিলেন, ফিরে আসবেন। সেই প্রতিশ্রুতি রেখে আবারও নতুন ‘মন কি বাত'-এ এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জান‌িয়ে দিলেন, তিনি ফেরার প্রতিশ্রুতি দিতে পেরেছিলেন কারণ তিনি ‘‘মানুষের উপরে বিশ্বাস'' রেখেছিলেন। প্রত্যাবর্তনের পরে তাঁর জনপ্রিয় রেডিও অনুষ্ঠানে এসে মোদি জানালেন, ‘‘ফেব্রুয়ারিতে যখন আমি বলেছিলাম, কয়েক মাসের মধ্যে আমার আপনাদের সঙ্গে কথা বলব, তখন লোকেরা বলেছিল, আমি ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী'। আসলে আমার সব সময় ভারতের জনগণের উপরে বিশ্বাস ছিল।'' নিজের জনপ্রিয় এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি ‘মন কি বাত'-এর জন্য অনেক চিঠি বা ফোন পেয়েছি। কিন্তু তাতে অভিযোগের ছিটেফোঁটাও ছিল না। এছাড়া, গত পাঁচ বছরে আমি এমন কোনও চিঠি পাইনি, যেখানে কোনও মানুষ তাঁদের জন্য কিছু চেয়েছেন। এমনটা ভাবা যায়? মানুষ প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে অথচ নিজের জন্য কিছু চাইছে না। এটাই কোটি কোটি দেশবাসীর মহত্ব।''

মুসলিম হয়ে কেন সিঁদুর, চূড়া পরেছেন নুসরত! কট্টরপন্থীদের কী জবাব দিলেন অভিনেত্রী

মোদি বলেন, ‘‘২০১৯ সালের সাধারণ নির্বাচনে ৬১ কোটি মানুষ ভোট দিয়েছেন। সংখ্যাটা হয়তো কম মনে হতে পারে। কিন্তু চিনকে বাদ দিলে তা পৃথিবীর যে কোনও দেশের জনসংখ্যার থেকে বেশি। ২০১৯ লোকসভায় যতজন ভোট দিলেন সেই সংখ্যাটা আমেরিকান জনসংখ্যার দ্বিগুণ ও সমগ্র ইউরোপের জনসংখ্যার থেকে বেশি।''

World Social Media Day 2019: গুজব রটাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রীর এদিনের ভাষণে সবথেকে বেশি উঠে এল জল সমস্যার কথা। তিনি জনতার কাছে আবেদন করেন, জল বাঁচানোর পথ খোঁজার।

এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘গত কয়েক মাসে বহু মানুষ জল সংক্রান্ত সমস্যার কথা লিখেছেন। জল সংরক্ষণ নিয়ে এই বিপুল সচেতনতা দেখে আমি খুশি। জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে আমি গ্রাম প্রধানদের চিঠি লিখেছি। এবং কীভাবে গ্রামীণ ভারতে এ বিষয়ে সচেতনতা বাড়ানো যাবে সে বিষয়েও জানিয়েছি।''

তিনি আরও বলেন, ‘‘জল বাঁচানোর কোনও নির্দিষ্ট পন্থা নেই। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কিন্তু লক্ষ্য একই— প্রতিটি জলের ফোঁটা বাঁচানোর।''

তামি‌লনাডুর সহ দেশের বিভিন্ন প্রান্তে জল সমস্যাকে কেন্দ্র করেই মোদির এদিনের বক্তব্য। গত কয়েক মাস ধরেই তামিলনাডুতে প্রবল জলকষ্ট দেখা দিয়েছে। রাজ্যের চেম্বারম্বকম জলাশয় সহ প্রধান চারটি জলাধারের জলস্তর নেমে যাওয়ার পরে গরমের দাপট ও বর্ষার পিছিয়ে যাওয়ায় সেই পরিস্থিতি আরও খারাপ হয়।

২০১৪ সালের থেকেও বেশি আসন পেয়ে এবার ক্ষমতায় এসেছে এনডিএ। বিজেপির একক আসন সংখ্যাও বেড়েছে।

.