বিহারে আজ ৩৩ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মোদীর।
পাটনা: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে মোট ৩৩,০০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন। তার মধ্যে রয়েছে বহু প্রতীক্ষিত পাটনা মেট্রো রেল প্রকল্পও। বেগুসরাই জেলার বারাউনিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিমোটের মাধ্যমে শিলান্যাস করে নরেন্দ্র মোদী বলেন, "পাটনার বাসিন্দাদের আমি হৃদয় থেকে অভিনন্দন জানাই। তার কারণ পাটলিপুত্র (পাটনার প্রাচীন নাম)-এর নাম এখন মেট্রো রেলের সঙ্গে জুড়ে গেল"। তিনি জানান, পাটনা তথা বিহারের মানুষের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হল। তাঁর কথায়, পাটনার মানুষের জীবনে নতুন গতি নিয়ে আসবে মেট্রো রেল। এছাড়া, প্রধানমন্ত্রী রবিবার নদী উন্নয়ন এবং পাটনা শহরের গ্যাস সরবরাহ প্রকল্পেরও উদ্বোধন করেন।
“আমার মনে আগুন জ্বলছে”: পুলওয়ামা হামলা নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ছাপরা ও পূর্ণিয়া জেলায় মেডিক্যাল কলেজের শিলান্যাস করেন আজ নরেন্দ্র মোদী। ভাগলপুর ও গয়া জেলার মেডিক্যাল কলেজের উন্নতিসাধন করার লক্ষ্যেও বেশ কিছু নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। তিনি বলেন, এনডিএ সরকারের আমলে স্বাস্থ্যকে বরাবরই অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। বিহারের স্বাস্থ্যব্যবস্থার ক্ষেত্রে াজকের দিনটি ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে।