This Article is From Feb 02, 2019

দুর্গাপুরে পৌঁছে গেছেন মোদী, জনসভা শুরু, লাইভ আপডেট

পূর্ববঙ্গ থেকে এদেশে চলে আসেন এই সম্প্রদায়ের মানুষ জন। বিজেপির আশা তাঁদের সামনে দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বক্তব্য রাখবেন;প্রধানমন্ত্রী।

দুর্গাপুরে পৌঁছে গেছেন মোদী, জনসভা শুরু, লাইভ আপডেট

Narendra Modi West Bengal Rally: আজ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা

কলকাতা:

দলীয় সভায় বক্তব্য রাখতে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।  মোদীর সভা হবে ঠাকুরনগর এবং দুর্গাপুরে (Narendra Modi Rally) আর রাজনাথ সভা করবেন উত্তরবঙ্গের দুটি জায়গায়।  দীর্ঘদিন ধরেই মোদীর সভা (Narendra Modi Rally) নিয়ে টালবাহানা চলছে। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ কলকাতার ব্রিগেড ময়দানে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কয়েকটি কারণে তা বাতিল হয়ে গিয়েছে। ব্রিগেডে বড় সমাবেশ করার বদলে প্রধানমন্ত্রীকে নিয়ে কয়েকটি আলাদা আলাদা জনসভা করাতে চায় বিজেপি।

 সে কারণেই আজ রাজ্যে আসছেন তিনি।আর তাঁর সভার জন্য  বেছে নেওয়া ঠাকুরনগর এবং দুর্গাপুরের রাজনৈতিক তাৎপর্য ভোটের অঙ্কের নিরিখে অনেকটাই। ঠাকুরনগর মতুয়া অধ্যুষিত এলাকা।  সমগ্র  উত্তর চব্বিশ পরগনার ভোটের  ফলাফল বদলে দিতে পারে  মতুয় সম্প্রদায় ।পূর্ববঙ্গ থেকে এদেশে চলে আসেন এই সম্প্রদায়ের মানুষ জন। বিজেপির আশা তাঁদের সামনে দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বক্তব্য রাখবেন;প্রধানমন্ত্রী।

 

Feb 02, 2019 15:25 (IST)
চৌকিদারকে  দুর্নীতিতে যুক্তরা পছন্দ করে না বলেই জোট করছেঃ মোদী
Feb 02, 2019 15:22 (IST)
ব্রিগেডে যাঁরা এসেছিল তাঁদের কারও আত্মীয় অভিযুক্ত বা কেউ নিজেই অভিযুক্তঃ প্রধানমন্ত্রী
Feb 02, 2019 15:19 (IST)
অপরাধ না করলে  সিবিআইকে  ভয় পাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
Feb 02, 2019 15:17 (IST)
চিটফান্ড  থেকে  শুরু  ছবি নিয়ে যা যা দুর্নীতি হয়েছে  তা একদিকেই যাচ্ছেঃ মোদী
Feb 02, 2019 15:16 (IST)
দুর্নীতির বিরুদ্ধে  ব্যবস্থা করেছি  বলেই ওরা সবাই এক হয়ে আমাদের বিরুদ্ধে  জোট করছেঃ মোদী
Feb 02, 2019 15:15 (IST)
ব্রিগেডের সমাবেশকে  নিশানা  করলেন মোদী।
Feb 02, 2019 15:14 (IST)
নাম না  করে গান্ধী পরিবারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় আপনাদের চৌকিদার কর  নিয়ে কড়াকড়ি কড়ায় দেশের সব থেকে বড়   পরিবারকেও আদালতের কাঠগড়ায় উঠতে হচ্ছেঃ মোদী
Feb 02, 2019 15:11 (IST)
বাংলার গরিব মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে  বিজেপঃ মোদী
Feb 02, 2019 15:11 (IST)
 বাংলায় ট্রিপিল টি ছাড়া কোনও কাজ হয়  না। ট্রিপিল টি মানে তৃণমূল তোলাবাজি ট্যাক্স: প্রধানমন্ত্রী 
Feb 02, 2019 15:09 (IST)
বাংলার গরিব  মুখ দিয়ে মোদীর নাম উচ্চারিত হচ্ছে  বলে  দিদি ভয় পাচ্ছে । তাই আয়ুষ্মান প্রকল্প কার্যকর করতে  দিচ্ছে না। এমন নির্দয় সরকারের আর এক মুহূর্ত থাকা উচিত নয়ঃ মোদী
Feb 02, 2019 15:08 (IST)
যারা নিজেদের  স্বার্থ ছাড়া  কিছু বোঝে না, তারা  মানুষের ভাল কী  করে করবে?
Feb 02, 2019 15:07 (IST)
Feb 02, 2019 15:06 (IST)
রাজ্যের তৃণমূল সরকার গরিবের জন্য তৈরি প্রকল্প তাদের কাছে পৌঁছতে দেয় নাঃ মোদী
Feb 02, 2019 15:04 (IST)
কংগ্রেস কৃষকদের জন্য কী করেছে  তা গোটা  দেশ  দেখেছে! ওরা দশ বছর পর পর একবার  কৃষকদের ঋণ মাফ করে, আমরা প্রত্যেক বছর অর্থ সাহায্য করব: মোদী
Feb 02, 2019 15:02 (IST)
অশান্তি  করে বিজেপিকে আটকানো যাবে না। যত আটকাবেন বিজেপি তত বাড়বেঃ মোদী
Feb 02, 2019 15:02 (IST)
আমাদের সরকারের আমলে  মুদ্রাস্ফিতি অনেকটা  কমে এসেছে। পাশাপাশি  কমেছে মোবাইলের খবচঃ মোদী
Feb 02, 2019 14:59 (IST)
অশান্তি  করে বিজেপিকে আটকানো যাবে না। যত আটকাবেন বিজেপি তত বাড়বে: মোদী
Feb 02, 2019 14:56 (IST)
আমাদের সরকারের আমলে  মুদ্রাস্ফিতি অনেকটা  কমে এসেছে। পাশাপাশি  কমেছে মোবাইলের খরচ: মোদী
Feb 02, 2019 14:54 (IST)
Feb 02, 2019 14:53 (IST)
 বড় শহরে বাড়ি কেনা অনেকের স্বপ্ন থাকে। এই বাজেটে সেই সুবিধা করে দেওয়া হয়েছেঃ মোদী
Feb 02, 2019 14:51 (IST)
 বাজেট প্রসঙ্গে  তিনি আবার বলেন এই বাজেট শুধুই ট্রেলার ছিল।
Feb 02, 2019 14:49 (IST)
মধ্যবিত্ত  পাঁচ লাখ টাকা পর্যন্ত রোজগারের উপর কর ছাড় চাইছিল। সেটা  করেছে  বিজেপি সরকার।
Feb 02, 2019 14:49 (IST)
এই বাজেট থেকে বোঝা যাচ্ছে  সব কা সাথ সব  কা  বিকাশ কেমন হয়।
Feb 02, 2019 14:49 (IST)
যেখানে সিন্ডিকেট রাজ চালানোর সুযোগ নেই সেই প্রকল্পে হাত দেয় না তৃণমূলঃ মোদী
Feb 02, 2019 14:48 (IST)
পরিকাঠামো বাড়ানোর জন্য    ৯০ হাজার কোটি  টাকার প্রকল্প আটকে আছে
Feb 02, 2019 14:46 (IST)
প্রধানমন্ত্রী বলেন  বাংলার সঙ্গে  বিজেপির মতাদর্শের  যোগ আছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই মাটির সন্তান
Feb 02, 2019 14:45 (IST)
বাংলার  মাটি মমতা সরকারকে  ক্ষমতাচ্যুত করবেঃ প্রধানমন্ত্রী
Feb 02, 2019 14:43 (IST)
আমি দেখতে  পাচ্ছি বাংলায় পরিবর্তন হবেইঃ মোদী
Feb 02, 2019 14:43 (IST)
লিখে  রাখুন তৃণমূলের পরাজয় নিশ্চিতঃ মোদী
Feb 02, 2019 14:42 (IST)
প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে: মোদী
Feb 02, 2019 14:42 (IST)
আপনারা আমাদের  ভালবাসার মুখ্যমন্ত্রীর ভয় করছেঃ মোদী
Feb 02, 2019 14:40 (IST)
রাজ্যের প্রতিটি বিজেপি কর্মীকে বলছি আপনাদের পরিশ্রম ব্যর্থ হবে না: মোদী
Feb 02, 2019 14:39 (IST)
সভার আগে  কী হয়েছে তা আমি সব জানিঃ মোদী
Feb 02, 2019 14:37 (IST)
ঠাকুরনগরে সভায় বিশৃঙ্খলার জন্য দুর্গাপুর থেকে ক্ষমা চাইলেন মোদী
Feb 02, 2019 14:36 (IST)
ঠাকুরনগরের পর দুর্গাপুরেও বাংলায় ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Feb 02, 2019 12:52 (IST)
অল্প সময়ের মধ্যেই ঠাকুরনগরের সভা  শেষ করলেন প্রধানমন্ত্রী
Feb 02, 2019 12:52 (IST)
অল্প সময়ের মধ্যেই ঠাকুরনগরের সভা  শেষ করলেন প্রধানমন্ত্রী
Feb 02, 2019 12:52 (IST)
দেশ ভাগ করে দেশ স্বাধীন হয়েছে।হিন্দু থকে  শুরু করে  শিখদের আসতে হয়েছে। তাঁরা কোনও দোষ করেননি। আমরা তাঁদের জন্য নাগরিকত্ব বিল সংশোধন করেছি ।  তৃণমূলকে  বলছি এই বিলকে সমর্থন করুনঃ মোদী
Feb 02, 2019 12:47 (IST)
আপনাদের ভালবাসা আমার কাছে  ঈশ্বরের প্রসাদঃ মোদী
Feb 02, 2019 12:46 (IST)
কংগ্রেসের কৃষিনীতিকে বাংলার মুখ্যমন্ত্রী সমর্থন করেনঃ মোদী
Feb 02, 2019 12:46 (IST)
কৃষি ঋণ  মাফ করা প্রসঙ্গে কংগ্রেসকে  আক্রমণ করেন প্রধানমন্ত্রী
Feb 02, 2019 12:45 (IST)
এতদিন কৃষকদের নিয়ে শুধুই রাজনীতি হয়েছেঃ মোদী
Feb 02, 2019 12:44 (IST)
প্রধানমন্ত্রী বলেন কৃষকদের যে তিন কিস্তিতে  টাকা  দেওয়া হবে  বলা হয়েছে  তার প্রথম কিস্তি দেওয়া হবে  শিগগিরি
Feb 02, 2019 12:43 (IST)
মাঝে  কেউ থাকবে না , কৃষকদের অ্যাকাউন্টে  টাকা  চলে  আসবে
Feb 02, 2019 12:43 (IST)
ভিড় দেখে  বুঝতে  পারছি দিদি হিংসা  করছেন কেনঃ মোদী
Feb 02, 2019 12:40 (IST)
বাজেটে যে  সমস্ত প্রকল্পের কথা  বলা হয়েছে  তাতে  কৃষক থেকে শুরু করে  শ্রমিকদের উপকার হবে
Feb 02, 2019 12:40 (IST)
পশ্চিমবঙ্গের অবস্থা  ভাল নয়, আমরা পরিস্থিতি বদলের চেষ্টা করছিঃ মোদী
Feb 02, 2019 12:35 (IST)
ঠাকুরনগর সামাজিক আন্দোলনের সাক্ষীঃ মোদী
Feb 02, 2019 12:35 (IST)
প্রধানমন্ত্রী বলেন এই মাটি বিভূতিভূষণের  মাটি। এই মাটিকে প্রণাম।
Feb 02, 2019 12:33 (IST)
বাংলায় ভাষণ  শুরু করলেন প্রধানমন্ত্রী। বললেন ঠাকুরনগরের মাটি পবিত্র মাটি
Feb 02, 2019 12:22 (IST)
মতুয়া ,মহাসঙ্ঘের সভামঞ্চে  পৌঁছলেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গেই আছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা
Feb 02, 2019 12:12 (IST)
মতুয়া  মহাসঙ্ঘের  বাড়িতে   প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বাড়ির ভেতরের  নাট মন্দিরে গিয়ে  পুজো দিলেন প্রধানমন্ত্রী
Feb 02, 2019 12:01 (IST)
উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের অস্থায়ী হেলিপ্যাডে  এসে পৌঁছল মোদীর চপার
Feb 02, 2019 11:51 (IST)
বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা এসে  পৌঁছলেন প্রধানমন্ত্রী। এখান থেকে চপারে ঠাকুরনগর  পৌঁছবেন প্রধানমন্ত্রী
Feb 02, 2019 11:45 (IST)
ঠাকুরনগর পৌঁছে ঠাকুরবাড়ি গিয়ে  বড়মায়ের সঙ্গে  দেখা করবেন প্রধানমন্ত্রীঃ সূত্র
Feb 02, 2019 11:15 (IST)
সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী সমর্থকদের তল্লাশি করে ভেতরে পাঠাচ্ছেন  পুলিশ কর্মীরা
Feb 02, 2019 11:15 (IST)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে ঠাকুরনগরে পোস্টার যুদ্ধ।  একদিকে মোদীর সমর্থনে পোস্টার পড়েছে  অন্যদিকে  তৃণমূলও পোস্টার দিয়ে জানিয়েছে তারা মতুয়াদের জন্য কী কী কাজ করেছে
Feb 02, 2019 11:09 (IST)
কড়া নিরাপত্তার মধ্যে উত্তর 24 পরগনা ঠাকুরনগরে শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা
.