অ্যান্ড্রয়েড ও আইওএস উভয়েই ডাউনলোড করা যাবে নাসা সেলফিস অ্যাপ
ওয়াশিংটন: ঘরে বসে বা শুয়ে, শপিং মলে বা ঘুরতে গিয়ে, আড্ডায় বা অফিসে- জাগতিক সেলফি তো অনেক হল! এবার পালা মহাজাগতিক সেলফির। নাসা একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে যাতে আপনি ভার্চুয়াল স্পেসসুটে অসাধারণ সব কসমিক লোকেশনে ছবি তুলতে পারবেন। অরিয়ন নেবুলা বা আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রে দাঁড়িয়ে সেলফি নিতে পারবেন আপনি। "নাসা সেলফিস" অ্যাপ্লিকেশনের পাশাপাশি ইউএস স্পেস এজেন্সিও একটি এক্সোপ্ল্যানেট এক্সারশন ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) অ্যাপ্লিকেশন চালু করেছে যাতে ভিআর ব্যবহারকারীরা TRAPPIST-1 গ্রহের সফরে বেরোতে পারবেন।
স্পিৎজার স্পেস টেলিস্কোপে আবিষ্কারের 15 তম বার্ষিকী পালন করতেই এই ডিজিটাল পণ্য তৈরি করা হয়েছে, বুধবার একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে নাসা।
এই সেলফি অ্যাপে সহজেই আপনি নিজের পছন্দের মতো মহাজাগতিক এলাকা বেছে নিয়ে ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জন্যই এই অ্যাপটি উপলব্ধ। এক্সপ্ল্যানেট এক্সারশন ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ্লিকেশন টি ভিআর ব্যবহারকারীদের ট্র্যাপিস্ট -1 গ্রহের ট্যুরের জন্যই তৈরি। ট্র্যাপিস্ট-1 হল একমাত্র পরিচিত এক্সোপ্ল্যানেট সিস্টেম যাতে রয়েছে প্রায় সাতটি পৃথিবী-আকারের গ্রহ।
গুগল প্লে স্টোরের নাসা সেলফিস অ্যাপ্লিকেশনের নাসা দ্বারা পোস্ট করা একটি প্রচারমূলক ছবি
স্পিৎজার এই গ্রহগুলির সন্ধানে এবং তথ্য সরবরাহের একটি বড় ভূমিকা পালন করেছিল যার উপর ভিত্তি করেই বিজ্ঞানীরা গ্রহের সম্ভাব্য অবস্থান সম্পর্কে জানতে পেরেছেন।
TRAPPIST-1 সিস্টেমটি এতখানিই দূরে যে এই গ্রহগুলি সরাসরি পর্যবেক্ষণ করতে টেলিস্কোপের সমস্যাই হয় কিন্তু আসলে গ্রহগুলি কেমন দেখতে তা বোঝার জন্য খুবই সাহায্য করবে এই ভিআর টেকনিক।
TRAPPIST-1 সিস্টেম নজরে রাখে এমন নানান দূরবীন ও স্পিৎজারের দেওয়া তথ্য দিয়েই বানানো হয়েছে ছবিগুলি। অ্যাপটির ব্যবহারকারীরা সাতটি গ্রহের প্রায় পাঁচটি গ্রহকেই ঘিরে ছবি তুলতে পারবেন। গ্রহের মাঝে মাঝে ঘন অন্ধকার এবং দূরবর্তী নক্ষত্রের দুর্বল আলোও বাদ পড়বে না ছবিতে।
স্পিৎজার মিশন ওয়েবসাইটের মাধ্যমে ভিআর অ্যাপ্লিকেশন পাওয়া যাবে এবং শীঘ্রই ওকুলাস স্টোরের মাধ্যমেও পাওয়া যাবে অ্যাপটি, জানিয়েছে নাসা। স্পিৎজার ইউটিউব পেজে একটি 360 ডিগ্রির ভিডিও পাওয়া যাবে যাতে দর্শকরা তাদের ডেস্কটপ, স্মার্টফোনে অথবা গুগল কার্ডবোর্ডের মতো স্মার্টফোন-ভিত্তিক 360-ভিউয়ার দিয়ে TRAPPIST-1 সিস্টেম আবিষ্কার করতে পারবেন।
হাবল স্পেস টেলিস্কোপের একটি অংশ হিসেবেই ইনফ্রারেড আলোয় বিষ্বকে দেখার জন্য স্পিৎজার স্পেস টেলিস্কোপটি 25 অগাস্ট 2003 তারিখে ব্যবহার করা শুরু হয়।
Click for more
trending news