This Article is From Jun 27, 2020

সূর্যের দশ বছর সময়ের ঘাটতি! দেখুন নাসার ভিডিও

"আ ডিকেড অফ সান" শিরোনামে এই ভিডিও আপলোড করেছে নাসা

সূর্যের দশ বছর সময়ের ঘাটতি! দেখুন নাসার ভিডিও

সূর্যের দশবছর সময়ের ঘাটতি। একটা ভিডিও প্রকাশ করে দাবি নাসার।

সূর্যের দশ বছরের সময় ঘাটতি (10 years times lapse)! সাম্প্রতিক একটা ভিডিও প্রকাশ করে এমন দাবি করেছে নাসা (Nasa)। এক ঘণ্টার মধ্যে দশ বছরের কর্মকাণ্ড ধরা পড়েছে সংস্থার এসডিও উপগ্রহে (SDO sattelite)। পৃথিবীকে পরিক্রমার সময় সূর্যের নানা মুহূর্তের ছবি প্রায় ৪২৫ মিলিয়ন রেজোলিউশনে তুলেছে সেই উপগ্রহ। সময় ঘাটতির সেই ফুটেজ প্রকাশ করে এমনটাই বিবৃতিতে জানিয়েছে সেই সংস্থা। এই ভিডিও দেখে বিজ্ঞানীরা ধারণা করতে পারেন, ১১ বছরের সৌরচক্রে কীভাবে ওঠানামা ঘটে সূর্যের। পাশাপাশি নিকটবর্তী নক্ষত্রগুলো কীভাবে সৌরজগতকে প্রভাবিত করে। বিজ্ঞানীদের মতে, সূর্যের চৌম্বক ক্ষেত্র একটা চক্র পরিভ্রমণ করে। তাকেই সৌরচক্র বলে।

প্রতি ১১ বছর অন্তর সূর্যের চৌম্বক ক্ষেত্র স্থান পরিবর্তন করে। আর এর উত্তর ও দক্ষিণ মেরু জায়গা বদল করে। সেই চক্রে দেখা গিয়েছে, ৬১ মিনিটের মধ্যে একটা দশকের কাজ সেরে ফেলেছে সূর্য।

দেখুন সেই ভিডিও:

"আ ডিকেড অফ সান" শিরোনামে এই ভিডিও আপলোড করেছে নাসা। আপলোডের কয়েক মুহূর্তেই ৬ লক্ষ ভিউজ পেয়েছে। 

এক নেটিজেন লিখেছেন, "অনন্য সুন্দর দৃশ্য।"

Click for more trending news


.