This Article is From Nov 26, 2019

অযোধ্যা নিয়ে মুখ খুললেন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি সহ ১০০ জন মুসলিম ব্যক্তিত্ব

 তারা মনে করেন, যতদিন রাম জন্মভূমি ও বাবরি মসজিদের মামলা বেঁচে থাকবে, ততদিন মুসলমান সম্প্রদায়ের আরও ক্ষতি হবে

অযোধ্যা নিয়ে মুখ খুললেন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি সহ ১০০ জন মুসলিম ব্যক্তিত্ব

অযোধ্যা মামলা নিয়ে মুখ খুললেন দেশের ১০০ জন মুসলমান ব্যক্তিত্ব

নিউদিল্লি:

কিছুদিন আগেই দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বহুযুগ ধরে চলে আসা অযোধ্যা বিবাদের মতো ঐতিহাসিক মামলার রায়  দান করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়কে মেনে নিতে পারেনি মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ, যার ফলে তারা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তবে তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি সহ ১০০ জন মুসলিম ব্যক্তিত্ব।  তারা মনে করেন, যতদিন রাম জন্মভূমি ও বাবরি মসজিদের মামলা বেঁচে থাকবে, ততদিন মুসলমান সম্প্রদায়ের আরও ক্ষতি হবে। পুনর্বিবেচনার আবেদন দায়েরের বিরোধিতা করে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিত্ব হস্তাক্ষর করেছেন, তাদের মধ্যে মুসলিম বিদ্বান, সমাজ সেবক, উকিল, সাংবাদিক, ব্যবসায়ী, কবি, অভিনেতা, চলচ্চিত্র নির্দেশক, থিয়েটার জগতের শিল্পী, সংগীত পরিচালক ও বিদ্যার্থীরা আছেন।

আমাদের হাতে ছাড়লে, ২৪ ঘন্টার মধ্যে রামমন্দির সমস্যার সমাধান, কে বললেন একথা

বয়ানে বলা হয়েছে, ''ভারতীয় মুসলিম সম্প্রদায়, সংবিধানিক বিশেষজ্ঞ এবং ধর্মনিরপেক্ষ সংগঠন অখুশি হলেও  এটা মাথায় রাখতে হবে যে, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় নিজের সিদ্ধান্ত জানানোর জন্য আইনের ওপর আস্থা রেখেছে।'' বয়ানে একথাও বলা হয়েছে যে, অযোধ্যা বিবাদ জীবিত রাখার মনে হল, ভারতীয় মুসলমানদের আরও ক্ষতি ডেকে আনা এবং তাদের কোনো ভাবেই সাহায্য না করা। 

মসজিদের জন্য জমি না নিলে কি আদালত অবমাননা হবে? আইনি আলোচনায় সুন্নি ওয়াকফ বোর্ড

এই বয়ানে যারা হস্তাক্ষর করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি, সাংবাদিক জাভেদ আনন্দ প্রমুখ।  ৯ নভেম্বর অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় দানের সময় সুপ্রিম কোর্ট বিবাদিক ২.৭৭ একর জমিতে রামমন্দির গড়ে তোলার রায় দিয়েছে। পাঁচ বিচারপতির বেঞ্চ মসজিদ বানানোর জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি প্রদানের রায় দিয়েছে। প্রসঙ্গত, এই সিদ্ধান্ত মেনে নিতে না পারায় অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এবং জমিয়ত উলেমা-এ-হিন্দ (আরশাদ মদনী গুট) ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন।  

Video:এই শীতে 'সোয়েটার' নিয়ে কি বলছেন! দেখে নিন

.