৬৬ তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান
কলকাতা: ঘড়িতে কাঁটায় কাঁটায় দশটা। দিল্লির বিজ্ঞান ভবন মঞ্চ সভাগৃহে আস্তে আস্তে জড়ো হচ্ছে আমন্ত্রিত বিশিষ্ট জন, মন্ত্রী, আমলা এবং যাঁরা পুরস্কার পাবেন তাঁরা। গত অগাস্টেই ঘোষণা হয়েছে তাঁদের নাম। শুধু আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়াটাই বাকি ছিল। ৬৬ তম National Film Awards -এর সেই অনুষ্ঠান সম্পন্ন হল সোমবার, ২৩ ডিসেম্বর। ১০.১৮-য় রেড কার্পেটে প্রথম পা রাখেন ভিকি কৌশল, শ্রীরাম রাঘবন। অল্প পরেই দেখা যায় আয়ুষ্মান খুরানাকে। সুটে়ড-বুটেড আয়ুষ্মানের সাজ সবার নজর কাড়ে। ঘড়ির কাঁটা যখন ১১.০৯ ছুঁইছুঁই, সভাগৃহে প্রবেশ করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। উপরাষ্ট্রপতির হাত থেকে 'উরি' এবং 'অন্ধা ধুন'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার নেন ভিকি কৌশল এবং আয়ুষ্মার খুরানা। Dadasaheb Phalke সম্মান দেওয়া হয় অমিতাভ বচ্চনকে। যদিও অসুস্থতার জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি। তাই ২৯ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে তাঁকে আলাদা করে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা জানানো হবে।
ফের অসুস্থ বিগ বি, নিতে পারবেন না দাদাসাহেব ফালকে সম্মান
এছাড়াও পুরস্কৃত হন সঞ্জয় লীলা বনশালি, সেরা নায়িকা কীর্তি সুরেশ সহ নানা রাজ্যের একঝাঁক অভিনেতা, পরিচালক, সুরকার, গীতিকার, নেপথ্য শিল্পী। প্রসঙ্গত, দক্ষিণী ছবিতে গান গেয়ে সেরা নেপথ্য গায়িকার সম্মান পান শ্রেয়া ঘোষাল।
পুরস্কার নিতে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায় সহ বাংলার সম্মানিত তারকারাও।