Read in English
This Article is From May 01, 2020

দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ল, ৪ মে থেকে আরও দু’সপ্তাহ

দেশব্যাপী লকডাউনের সময়সীমা আরও দু’সপ্তাহের জন্য বাড়ানো হল। ৪ মে থেকে পরবর্তী দু’সপ্তাহ দেশব্যাপী লকডাউন জারি থাকবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

গত ২৫ মার্চ থেকে চলছে দেশব্যাপী লকডাউন।

নয়াদিল্লি:

করোনা (Coronavirus) সংক্রমণ মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের (Lockdown) সময়সীমা আরও দু'সপ্তাহের জন্য বাড়ানো হল। ৪ মে থেকে পরবর্তী দু'সপ্তাহ লকডাউন জারি থাকবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক নতুন গাইডলাইন তৈরি করেছে এই সময়কালের জন্য। ‘রেড', ‘অরেঞ্জ' ও ‘গ্রিন' জোন অনুসারে এই গাইডলাইন তৈরি করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, ‘গ্রিন' ও ‘অরেঞ্জ' জোনের ক্ষেত্রে কিছু শিথিলতা আনা হবে। তবে দেশজুড়ে যে কোনও ‘জোন' নিরপেক্ষ ভাবে কিছু বিধিনিষেধ থাকবে বলেও জানানো হয়েছে। বিমান, রেল, মেট্রো পরিষেবা ও আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধই থাকবে।বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা/ প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। সেই সঙ্গে রেস্তোরাঁ, হোটেলও বন্ধ থাকবে। বড় জমায়েতের স্থান যথা সিনেমা হল, মল, জিম ও ক্রীড়া সংস্থাগুলিও বন্ধ রাখা হবে।

এছাড়াও সরকার কোনও রকমের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ধর্মীয় সমাবেশও নিষিদ্ধ।

বিমান, সড়ক বা রেলপথে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ উপলক্ষ অনুযায়ী অনুমতি দেবে স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement
Advertisement