Read in English
This Article is From Oct 20, 2018

দুর্ঘটনার পর দশেরার মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন, অভিযোগ অস্বীকার সিধু'র স্ত্রী'র

অমৃতসরের মর্মান্তিক রেল দুর্ঘটনায়  60 জনের মৃত্যুর পর দশেরার যে অনুষ্ঠানমঞ্চের সামনে ঘটনাটি ঘটেছে, সেই মঞ্চটিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর স্ত্রী।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

Highlights

  • নভজ্যোত কৌর সিধু ছিলেন সংশ্লিষ্ঠ অনুষ্ঠানের প্রধান অতিথি
  • দুর্ঘটনার পর কংগ্রেস নেতা পালিয়ে গিয়েছিলেন, বলল প্রত্যক্ষদর্শীরা
  • অভিযোগ অস্বীকার নভজ্যোত কৌরের
অমৃতসর:

অমৃতসরের মর্মান্তিক রেল দুর্ঘটনায়  60 জনের মৃত্যুর পর দশেরার যে অনুষ্ঠানমঞ্চের সামনে ঘটনাটি ঘটেছে, সেই মঞ্চটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর স্ত্রী। এই মর্মান্তিক দুর্ঘটনার পর তিনি তড়িঘড়ি এই অনুষ্ঠানমঞ্চটি ছেড়ে চলে যান বলে অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী। তিনি বলেন, "আমি বাড়ি ফেরার পরেই ঘটনাটি সম্বন্ধে জানতে পারি। আমি পুলিশ কমিশনারকে ফোন করে জানতে চাই, ঘটনাস্থলে আমার ফিরে যাওয়া উচিত কি না। তিনি বলেন, ওই মুহূর্তে অকুস্থলে বহু মানুষ রয়েছে। পরিস্থিতি অত্যন্ত খারাপ। এই কথা শুনে আমি আহতদের দেখার জন্য হাসপাতালের উদ্দেশে রওনা দিই"। 

আরও পড়ুন: এগিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছিল, অমৃতসরে দুর্ঘটনার পর জানালেন ট্রেনের চালক

যদিও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই অনুষ্ঠানটি কর্তৃপক্ষের থেকে অনুমতি না নিয়েই করা হচ্ছিল। "এই ঘটনার জন্য আয়োজকদের দায়ও কম নয়। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ারই কোনও প্রয়োজন অনুভব করেননি। এছাড়া, দোষ দেব নভজ্যোত কৌর সিধুকেও। ওই দুর্ঘটনার পর তিনি তড়িঘড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যান", বলেন এক প্রত্যক্ষদর্শী। 

এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন স্থানীয় কংগ্রেস নেতা মিঠু মদন। 

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে নস্যাৎ করে দিয়ে অভিযোগকারীদের বিরুদ্ধে তোপ দেগে স্থানীয় কংগ্রেস নেত্রী নভজ্যোত কৌর বলেন, "ওই স্থানে প্রত্যেক বছর দশেরা পালন করা হয়। আপনারা কি বলতে চাইছেন আমরা ওই মানুষগুলোকে রেললাইনে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম? আমরা কি ওদের ওপর দিয়ে ট্রেন চালিয়ে দিয়েছি? প্রত্যেক সরকারের আমলেই এখানে দশেরা পালিত হয়েছে ধুমধাম করে। এই ঘটনা নিয়ে যারা রাজনীতি করছে, তাদের ধিক্কার জানাই"।

আরও পড়ুন: বাজির শব্দে চাপা পড়ে গিয়েছিল অমৃতসরের ট্রেনের হর্ন

Advertisement
Advertisement