This Article is From Oct 13, 2018

শুভ নবরাত্রি ২০১৮: হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে শুভকামনা

প্রতি বছরই অক্টোবরে হিন্দুদের শুভ উৎসব নবরাত্রি পালিত হয়। বর্ষার পরে শরতে এই উৎসব আসে বলে একে শারদীয় নবরাত্রিও বলে। এই উৎসবে দেবী দুর্গার আরাধনা করা হয়।

শুভ নবরাত্রি ২০১৮: হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে শুভকামনা

নবরাত্রি উপলক্ষে বহু ভক্ত ন’দিন উপবাসে থাকেন

New Delhi:

প্রতি বছরই অক্টোবরে হিন্দুদের শুভ উৎসব নবরাত্রি পালিত হয়। বর্ষার পরে শরতে এই উৎসব আসে বলে একে শারদীয় নবরাত্রিও বলে। এই উৎসবে দেবী দুর্গার আরাধনা করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসে উদযাপিত হয় নবরাত্রি যা ইংরেজির সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ আসে। নবরাত্রি মানে অশুভের বিনাশ করে শুভ শক্তি উত্থানের বার্তা। মা দুর্গার নয় রূপের আরাধনা করা হবে এই ন’দিনে। দশম দিনে অর্থাৎ ১৯ অক্টোবর দশেহরার মাধ্যমে উদযাপন শেষ হবে। এই ন’দিনে ভক্তেরা মায়ের পুজোর জন্য উপবাসে থাকবেন।

আপনিও নিশ্চয়ই চান প্রিয়জনকে শুভকামনা জানাতে। আপনাদের জন্য রইল কিছু ছবি, শুভকামনার বার্তা। ছড়িয়ে দিন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে-bhkfphho

শুভ নবরাত্রি ২০১৮: ১০ থেকে ১৯ অক্টোবর চলবে এই উৎসব

মা দুর্গাার নয় রূপ, নাম, খ্যাতি, স্বাস্থ্য, সম্পদ, সুখ, মানবিকতা, শিক্ষা, ভক্তি এবং শক্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক তুমি ও তোমার পরিবার। শুভ নবরাত্রি।

লাল রঙের ওড়নায় সেজেছে মায়ের দরবার,

হর্ষে আনন্দে মেতেছে সংসার,

গরবা নাচের আনন্দ, খুশির ভাণ্ডার,

শুভ হোক নবরাত্রির অনুষ্ঠান সবার।

হে মা শেরাওয়ালি, এই নবরাত্রিতে তোমার কাছে একটাই কামনা, যাঁরা এই বার্তা পড়ছে সকলের জীবন খুশিতে ভরে উঠুক। শুভ নবরাত্রি।

r9qc310s

তোমাকে ও তোমার পরিবারকে নবরাত্রির শুভেচ্ছা। ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপরে বর্ষিত হোক।

মা এসেছেন তোমার ঘরে শৃঙ্গার করে,

হার কখনও তোমায় ঘিরে ধরতে না পারে,

খুশি থাকো সপরিবারে। শুভ নবরাত্রি।

মা দুর্গার আশীর্বাদা সদাই তোমার উপরে থাকুক। খুশিতে সমৃদ্ধিতে পূর্ণ হয়ে থাকো। শুভ নবরাত্রি।

sc1d5hb4

শুভ নবরাত্রি ২০১৮: এই উৎসব মা দুর্গাকে ঘিরে

নবরাত্রির জ্যোতিতে তোমার জীবন হোক আলোকময়।  জীবন ভরে উঠুক আনন্দে। স্বপ্ন পূরণ হোক। ভাল‌ থাক সারা বছর। শুভ নবরাত্রি।নবরাত্রির জ্যোতিতে তোমার জীবন হোক আলোকময়।  জীবন ভরে উঠুক আনন্দে। স্বপ্ন পূরণ হোক। ভাল‌ থাক সারা বছর। শুভ নবরাত্রি।

Click for more trending news


.