This Article is From Aug 25, 2018

21,000 কোটি টাকা দিয়ে 111'টি হেলিকপ্টার কিনতে চলেছে নৌ-সেনা

এই হেলিকপ্টারগুলি যুদ্ধক্ষেত্রে আক্রমণের কাজে এবং বিভিন্ন অনুসন্ধান ও উদ্ধারকার্যে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে।

21,000 কোটি টাকা দিয়ে 111'টি হেলিকপ্টার কিনতে চলেছে নৌ-সেনা
নিউ দিল্লি:

প্রতিরক্ষা মন্ত্রক একটি বড় সিদ্ধান্ত নিল আজ। নৌ-বাহিনীর জন্য 111’টি হেলিকপ্টার কেনার অনুমোদন দেওয়া হল আজ। যার মূল্য 21000 কোটি টাকার বেশি। এছাড়া, আরও অন্যান্য বস্তু ক্রয়ের জন্য অনুমোদন দেওয়া হল প্রায় পঁচিশ হাজার কোটি টাকা। একটি বৈঠকে আজ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ড্যাক), মন্ত্রকের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি আজ এই প্রস্তাব অনুমোদন করেছে। এসপি মডেলের অধীনে নৌ-বাহিনীর এই হেলিকপ্টারগুলি ক্রয় করার সিদ্ধান্তটিই প্রথম প্রকল্প হতে চলেছে। যা, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় করে তুলবে বলে মনে করা হচ্ছে। “একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করল আজ ড্যাক। নৌ-বাহিনীর জন্য একশো এগারোটি হেলিকপ্টার কেনা হবে। যার মূল্য একুশ হাজার কোটি টাকার বেশি”, প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়।

এই হেলিকপ্টারগুলি যুদ্ধক্ষেত্রে আক্রমণের কাজে এবং বিভিন্ন অনুসন্ধান ও উদ্ধারকার্যে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে।

মন্ত্রক থেকে আরও জানানো হয়েছে যে, ড্যাক অন্য যে আরেকটি প্রস্তাব অনুমোদন করেছে, সেটির মোট আর্থিক মূল্য 24, 879.16 কোটি টাকা। যার মধ্যে ভারতীয় সেনার জন্য অত্যাধুনিক 150 অত্যাধুনিক কামান কেনা হবে। যার মোট মূল্য 3,364.78 কোটি টাকা।  

rh294l7
5ligt3ag

.