This Article is From May 09, 2018

এনসিপি প্রধান শরদ পওয়ার আটকা পড়লেন অডিটোরিয়ামে

দরজার লক আটকে যাওয়ায় সাতারার অডিটোরিয়ামে আটকা পড়লেন শরদ পওয়ার

এনসিপি প্রধান শরদ পওয়ার আটকা পড়লেন অডিটোরিয়ামে

Sharad Pawar got locked inside an auditorium after the door jammed

সাতারা, মহারাষ্ট্র: জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ( এনসিপি )-এর প্রধান শরদ পওয়ার গতকাল একটি অডিটোরিয়ামে অনুষ্ঠান দেখতে গিয়ে ভিতর থেকে আটকা পড়ে যান। দরজার লক আচমকা আটকে যাওয়ায় এই বিপত্তি। নেতা ভিতরে আটকা পড়ে গিয়েছেন দেখে পার্টি সদস্যদের দুশ্চিন্তায় প্রায় মাথাখারাপ হয়ে যাওয়ার দশা হয়।
পার্টির সদস্য নবাব মালিক জানান, “একটি সাংবাদিক সম্মেলনের জন্য ওই অডিটোরিয়ামে আসেন পওয়ার। গোটা অডিটোরিয়াম ভর্তি ছিল। সম্মেলন শেষ করার খানিক পরে বেরোতে গিয়েই এই ঝামেলা”।
প্রচুর ধাক্কাধাক্কিতেও দরজা খোলা যাচ্ছিল না। ভিতর থেকে এবং বাইরে থেকে অনেক চেষ্টা করেও তা খোলা যায়নি লক হয়ে যাওয়ার কারণে। বলেন মালিক। 
পার্টির বহু সদস্য, সাংবাদিক, অডিটোরিয়ামের কর্মীদের ধাক্কাধাক্কিতেও দরজা না খোলায় শেষমেস লকটা ভাঙতে হয়।
অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসার পর কিছুক্ষণের জন্য দৃশ্যতই হতভম্ব হয়ে পড়েন ৭৭ বছরের বর্ষীয়ান নেতা। অন্তত মিনিট দশেক ধরে ওইভাবেই বসেছিলেন। তারপর ওই অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসেন। 
এর আগে পওয়ার বিখ্যাত শিক্ষাবিদ ‘কর্মবীর’ ভাওরাও পাটিলের ৫৯-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির উদ্দেশে কিছু কথা বলেন, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত ৯৯ বছরের পুরোনো রায়াত শিক্ষা সংস্থার প্রতিষ্ঠাদিবসে। 
 

.