মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন এনসিপির বিতর্কিত নেতা অজিত পাওয়ার।
মুম্বই: মহারাষ্ট্রের (Maharashtra) উপমুখ্যমন্ত্রী (Maharashtra Deputy Chief Minister) হতে চলেছেন এনসিপির বিতর্কিত নেতা অজিত পাওয়ার (Ajit Pawar )। সূত্র থেকে এমনই জানা গিয়েছে। গত মাসে উদ্ধব ঠাকরের সরকার গঠনের আগে বিজেপির সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন দলত্যাগী অজিত পাওয়ার। দলে ফিরে আসার পরে এবার এনসিপির হয়েও উপমুখ্যমন্ত্রিত্ব পাচ্ছেন অজিত পাওয়ার। এনসিপির প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার সম্ভবত ৩০ ডিসেম্বর শপথ নিতে চলেছেন।
শিবসেনা-এনসিপি-কংগ্রেস সরকার দায়িত্ব নেয় এক মাস আগে। তার আগে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ সরকার, যার স্থায়িত্বকাল ছিল ৮০ ঘণ্টা, সেখানেও উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত। সেই সরকার স্থায়ী হয়নি। পদত্যাগ করেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার। পরে নতুন মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে।
ক্যা ক্যা ছিঃ ছিঃ: নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান!
২৮ নভেম্বর শপথগ্রহণের দিন তিনি শপথ নেননি। শরদ পাওয়ার সেই সিদ্ধান্তকে ‘‘সুচিন্তিত সিদ্ধান্ত'' বলে দাবি করেছিলেন।
৬০ বছরের অজিত পাওয়ার যে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তা কমবেশি প্রত্যাশিতই ছিল। অবশেষে গত সন্ধ্যায় এব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত হয় শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের বৈঠকে।
নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলল নেতাজির পরিবারও! টুইট বিজেপি নেতা চন্দ্র বসুর
প্রসঙ্গত, অজিত পাওয়ার ২০১৪ সালে অল্প সময়ের জন্য এনসিপি-কংগ্রেস জোট ক্ষমতায় থাকাকালীনও উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন।
শরদ পাওয়ার NDTV-কে জানিয়েছেন, ‘‘এটা নিয়ে আলোচনা হবে দলীয় সতীর্থদের সঙ্গে। কিন্তু দলের অধিকাংশ সদস্যই তাঁর প্রতি শ্রদ্ধাশীল। যদিও তাঁরা অজিতের বিজেপিতে যোগদান নিয়ে ক্ষুণ্ণ হয়েছিলেন।''