Read in English
This Article is From Nov 27, 2019

ঘরে ফিরে আসায় এবার নিজের হারানো পদ ফিরে পেতে পারেন অজিত পাওয়ার: সূত্র

Maharashtra: "ফেরার প্রশ্নই আসে না, আমি এনসিপির সঙ্গেই আছি এবং এনসিপির সঙ্গেই ছিলাম," বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগে এনডিটিভিকে বলেন অজিত পাওয়ার

Advertisement
অল ইন্ডিয়া Edited by
নয়া দিল্লি:

পরিষদীয় দলনেতার পদ ফিরে পেতে পারেন অজিত পাওয়ার, মহারাষ্ট্রের রাজনীতিতে এখন এই জল্পনাই ঘুরে বেড়াচ্ছে। মনে করা হচ্ছে বিজেপির কাছ থেকে এনসিপির কাছে ফিরে আসার পুরস্কার স্বরূপই তাঁকে (Ajit Pawar) ওই পদে ফের বসানোর ভাবনাচিন্তা করা হচ্ছে দলের পক্ষ থেকে। গত সপ্তাহেই অজিত পাওয়ারকে দেখা যায় ভোল বদলে দেবেন্দ্র ফড়নবিশ তথা বিজেপির হাত ধরতে। একরকম তাঁর ভরসাতেই সাত তাড়াতাড়ি সরকার (Maharashtra) গঠন করে ফেলে ফড়নবিশ সরকার। কিন্তু সুপ্রিম নির্দেশের জেরে এখন বিজেপির পাল থেকে হাওয়া ঘুরে যাওয়ায় ফের ঘরে ফিরে এসেছেন শরদ পাওয়ারের (Sharad Pawar) ভাইপো এনসিপি নেতা অজিত পাওয়ার।

গত শনিবার সকালে ভাইপো অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দৃশ্য টিভির পর্দায় দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন শরদ পাওয়ার। পরিষদীয় দলনেতার পদ থেকে তাঁকে সরিয়ে জয়ন্ত পাতিলকে ওই পদে বসান তিনি।

মঙ্গলবার, সুপ্রিম কোর্ট বিজেপিকে তাৎক্ষণিকভাবে আস্থা ভোটের মাধ্যমে বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দেওয়ার পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অজিত পাওয়ার ।

Advertisement

"অবাক হবেন না যদি শিবসেনার সূর্যযান দিল্লিতেও পৌঁছয়": সঞ্জয় রাউত

ওই ঘটনার ঘণ্টাখানেক পর অজিত পাওয়ার গিয়ে শরদ পাওয়ার, তাঁর কন্যা সুপ্রিয়া সুলে এবং শিবসেনার বিধায়ক আদিত্য ঠাকরের পাশাপাশি মুম্বাইয়ের এনসিপি প্রধান সিলভার ওকসের বাড়িতে অন্য নেতাদের সঙ্গেও দেখা করেন।

চার ঘণ্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক হয় সেখানে। জানা গেছে ওই বৈঠকে অজিত পাওয়ারকে দল ও তাঁর পরিবারে তাঁর ঘরে ফিরে আসাকে স্বাগত জানালেও ভবিষ্যতে এই জাতীয় পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করা হয় তাঁকে।

Advertisement

নিজের দল ও জোটকে গত শনিবারই বড়সড় ধাক্কা দেওয়ার পরেও ৬০ বছরের অজিত পাওয়ার ইঙ্গিত দেন যে তিনি জোট সরকরারে একটি মন্ত্রক পাওয়ার আশা করছেন।

উদ্ধব ঠাকরের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মোদি-অমিত শাহকে? জেনে নিন সেনার জবাব

Advertisement

যদিও প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মুখে বলেন, "আমাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করবেন। আমার দলের দেওয়া যে কোনও দায়িত্বই আমি গ্রহণ করতে প্রস্তুত"।

২৮৮-সদস্যের বিধানসভায় ১৪৫-সংখ্যাগরিষ্ঠতার সংখ্যার থেকে বেশি মোট ১৬২ জন বিধায়কের সমর্থন আছে তাঁদের সঙ্গে, দাবি করেছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। ওই ৩ দলের জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার শপথ নেবেন উদ্ধব ঠাকরে ।

Advertisement

নজর রাখুন সব খবরের দিকে, দেখুন ভিডিও:

  .  
Advertisement