PM Modi Elected NDA Leader: প্রথা মেনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পদত্যাগ করেন
হাইলাইটস
- আনুষ্ঠানিক ভাবে এনডিএ-র নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী
- রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন ভারত গড়ার সময় এসে গিয়েছে, নেতা নির্বাচিত হয়ে মত মোদীর
নিউ দিল্লি: আনুষ্ঠানিক ভাবে এনডিএ-র নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী (PM Modi Elected NDA Leader)। আজই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সূত্র থেকে জানা গিয়েছে রাত আটটা নাগাদ তিনি রাইসিনা হিলসে যাচ্ছেন। সরকার গঠনের দাবি পেশ করবেন তিনি। এর আগে গতকাল প্রথা মেনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পদত্যাগ করে। সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এরপরই নতুন সরকার গঠনের পক্রিয়া শুরু হয়। প্রথমেই ১৬তম লোকসভা ভেঙে দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনের তরফে বিবৃতি দিয়ে সেকথা জানিয়েও দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, কেন্দ্রীয় ক্যাবিনেটের সুপারিশ মেনে রাষ্ট্রপতি ১৬তম লোকসভা ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমি অনেক নির্বাচন দেখেছি।
সরকার গঠনের দাবি পেশ করতে আটটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন মোদী
কিন্তু এটি সব দিক থেকে আলাদা। তিনি বলেন, এবার দেশের মানুষ প্রতিষ্ঠানের পক্ষে ভোট দিয়েছে ।তিনি বলেন, আমি আপনাদের থেকে আলাদা নই। আমরা ভাল কাজ করে যাব। স্বাধীনতার আগে ভারতীয়রা যেভাবে আন্দোলন করেছেন আমাদের সেই মানিসিকতা নিয়ে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রধানমন্ত্রীর অভিযোগ ভোট ব্যাঙ্কের রাজনীতির নামে সংখ্যালঘুদের ঠকানো হয়েছে। এসব বন্ধ করতে আমাদের লড়তে হবে। তিনি বলেন এতদিন আমাদের স্লোগান ছিল সব কা সাথ সবকা বিকাশ। এখন এর সঙ্গে সব কা বিশ্বাসকে জুড়তে হবে। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন বিজেপি থেকে শুরু করে এনডিএ-র সাংসদরা আমায় নেতা বেছে নিয়েছেন বলে আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই। সমস্ত সাংসদকেই অভিনন্দন জানাতে চাই তবে যারা প্রথমবার জিতেছেন তাঁদের বেশি করে অভিনন্দন জানাতে চাই। আমরা অনেক বেশি জন সমর্থন পেয়েছি তার মানে আমাদের দায়িত্বও বেড়েছে। আজ আমাদের শপথ নেওয়ার দিন। নতুন ভারত গড়ার সময় এসে গিয়েছে। গোটা বিশ্ব খুব কাছ থেকে ভারতের ভোট দেখেছে। ভারতীয়রা যেভাবে নির্বাচনে অংশ নিয়েছেন তা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গিয়েছে।