தமிழில் படிக்க Read in English
This Article is From Feb 23, 2019

বেঙ্গালুরুর পার্কিং লটে দাঁড়ানো ৩০০'টি গাড়িতে আগুন, অভিযোগের তির সিগারেটের দিকে

শনিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল বেঙ্গালুরু। একটি বিমান প্রদর্শনীর পার্কিং লটে দাঁড়ানো প্রায় ১০০'টি গাড়িতে লেগে গেল আগুন।

Advertisement
অল ইন্ডিয়া
নিউ দিল্লি:

শনিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল বেঙ্গালুরু। একটি বিমান প্রদর্শনীর পার্কিং লটে দাঁড়ানো প্রায়  ৩০০'টি গাড়িতে লেগে গেল আগুন।  জ্বলন্ত সিগারেট মাঠের ঘাসে ফেলায় তা থেকে আগুন ছড়িয়ে পড়ার সন্দেহ করছেন তদন্তকারীরা। উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানপোতের আকাশ ঢেকে গিয়েছে মোটা কালো ধোঁয়ায়।

পুরুলিয়ায় অগ্নিকান্ডে মৃত্যু হল সাত জনের

ওই বিমান প্রদর্শনীর জন্য সেখানো একশোর বেশি বিমান দাঁড় করানো রয়েছে। বর্ষীয়ান পুলিশ কর্তা এম এম রেড্ডি বলেন, মাঠের শুকনো ঘাস এবং ঝোরো হাওয়ার জন্য হু হু করে ছড়িয়ে পড়েছে আগুন। ওই মাঠেই দাঁড় করানো ছিল বহু গাড়ি। প্রায় সবকটিই চলে গিয়েছে ভয়াল আগুনের করাল গ্রাসে।

Advertisement

ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হয় দমকল বাহিনী। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে।

বুধবার শুরু হওয়া এই পাঁচদিন ব্যাপী বিমান প্রদর্শনীটি শেষ হওয়ার কথা রবিবার।

Advertisement
Advertisement